রইল ১০ বলিউড অভিনেতার কথা, পরিচালনার পর অভিনয় জগতে ডেবিউ করেন এঁরা

Published : Jul 15, 2023, 02:29 PM IST

গৌতম মেনন থেকে অনুরাগ কাশ্যপ- আজ রইল ১০ অভিনেতার কথা। পরিচালনার পর অভিনয় জগতে পা রাখেন এঁরা। দেখে নিন নিন তালিকায় আছেন কে কে 

PREV
110

অনুরাগ কাশ্যপ

লাক বাই চান্স দিয়ে ক্যামেরার সামনে আসেন। কিন্তু, বলিউডে তিনি একজন খ্যাতনামা পরিচালক। তাঁর পরিচালিত একাধিক হিট ছবি রয়েছে। পরিচালক হিসেবে বেশ খ্যাতি অনুরাগ কাশ্যপের।

210

ফারহাদ আখতার

পরিচালক হিসেবে খ্যাতি পাওয়ার পর অভিনয় জগতে পা রাখেন। দিল চাহাতা হ্যায়, ডন, লক্ষ ছবি পরিচালনা করেছিলেন ফারহাদ আখতার। এরপর রক অন দিয়ে ডেবিউ করেন। তাঁর অভিনীত একাধিক সেরা ছবি রয়েছে। তালিকায় আছে ভাগ মিলখা ভাগ-র মতো ছবি।

310

গৌতম মেনন

অনেকেরই সেরা অভিনেতার তালিকায় আছেন গৌতম মেনন। তবে, রহেনা হ্যায় তেরে দিল মে এবং এক দিওয়ানা থা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তেমনই থালাপতি বিজয়া-তে দেখা গিয়েছিল তাঁকে। তবে, অভিনয়ের আগে তিনি একজন খ্যাতনামা পরিচালক।

410

অনুরাগ বসু

Oni’s I am- একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেন। এর অনেক আগে থেকে তিনি পরিচালক হিসেবে খ্যাতি পান। তাঁর পরিচালিত হিট ছবির তালিকায় আছে মার্ডার, কুছ তো হ্যায়, গ্যাংস্টাপ, লাইফ ইন মেট্রো, জগ্গা জাসুস সহ আরও ছবি।

510

ফরহা খান

কুছ কুছ হোতা হ্যায়, কাল হো না হো, ওম শান্তি ওম ছবিতে দেখা যায় ফরহা খানকে। তবে, তিনি একজন খ্যাত নামা ডিরেক্টর। ম্যায় হু না, ওম শান্তি ওম, তিস মার খান, হ্যাপি নিউ ইয়ার-র মতো ছবি পরিচালনা করেছেন।

610

মহেশ মঞ্জেরেকর

অভিনেতা হিসেবে সঞ্জয় দত্তের কান্তি ছবিতে ডেবিউ করেন। এর বহু আগে থেকে বলিউডের সঙ্গে যুক্ত মহেশ মঞ্জেরেকর। পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন মহেশ মঞ্জেরেকর।

710

সুধীর মিশ্র

মধুর ভান্ডারেকর-র ছবি ট্রাফিক সিগনালে দেখা গিয়েছিল তাঁকে। তবে, তিনি একজন নাম করা পরিচালক। ম্যায় জিন্দা হু, ইস রাজ কি শুভা নেহি, থেকে ইনকারের মতো একাধিক ছবি পরিচালনা করেন তিনি।

810

অমল গুপ্তা

মুম্বই সোয়্যাগ, এক তারা, সিঙ্গম রিটার্নস -র মতো ছবিতে অভিনেতা হিসেবে নজর কাড়েন অমল গুপ্তা। তবে, তার আগে তিনি বহুদিন বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন। তারে জমিন পর-র লেখক ছিলেন অমল গুপ্তা।

910

করণ জোহর

বম্বে ভেলভেট ছবিতে অভিনেতা হিসেবে দেখা যায় করণ জোহরকে। তবে, বলিউডের প্রথম সারির পরিচালকের তালিকার শীর্ষ দিকে আছেন করণ জোহর। কুছ কুছ হোতা হ্যায় থেকে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবি পরিচালনা করেন তিনি। তেমনই বহু ছবি প্রযোজনা করেছেন করণ জোহর। শীঘ্রই আসছে করণ পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহিনি।

1010

তিগমাংশু ধুলিয়া

গ্যাংস অব ওয়াসিপুর ছবি দিয়ে অভিনেতা হিসেবে ডেবিউ করেন তিগমাংশু ধুলিয়া। এর আগে তিনি একজন খ্যাত নামা পরিচালক। বুলেট রাজা, সাহেব বিবি অউর গ্যাংস্টার ছবি পরিচালনা করেছেন তিগমাংশু ধুলিয়া।

click me!

Recommended Stories