ভাইফোঁটার বিশেষ দিনে রইল বলিউডের সেরা ভাই-বোন জুটির তালিকা, দেখে নিন তালিকায় কে কে আছেন

Published : Nov 15, 2023, 05:53 PM IST
aryan khan with sister suhana khan

সংক্ষিপ্ত

ভাইফোঁটার দিন রইল সেলেব ভাইবোনের জুটির কথা। দেখে নিন বলিউডের সেরা ভাই-বোন জুটির তালিকা।

ভাইফোঁটার দিন রইল সেলেব ভাইবোনের জুটির কথা। দেখে নিন বলিউডের সেরা ভাই-বোন জুটির তালিকা।

সুহানা ও আরিয়ান খান

শাহরুখ খানের দুই সন্তান সুহানা ও আরিয়ান। এরা প্রায়শই আসেন খবরে। বিভিন্ন পার্টি থেকে ইভেন্টে নজর কাড়েন সুহানা খান ও আরিয়ান খান।

সারা আলি খান ও ইব্রাহিম আলি খান

এই তালিকায় আছেন সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। সারার সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দুজনের অসংখ্য ছবি মেলে। প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাঁদের। বিভিন্ন ইভেন্টে হোক কিংবা অনুষ্ঠানে নজর কাড়েন সারা ও ইব্রাহিম।

অগস্তা নন্দা ও নব্যা নভেলি নন্দা

অমিতাভ বচ্চনের নাতি ও নাতনি হল অগস্তা ও নব্যা। শ্বেতা বচ্চনের দুই সন্তান। দুজনেই বলিউডে পা রেখেছেন। ইতিমধ্যেই বলিউডের স্টাইলিশ ভাই-বোনের তকমা পেয়েছেন তারা।

জাহ্নবী ও অর্জুন

জাহ্নবী ও অর্জুন কাপুর আছেন তালিকায়। তাদের বন্ডিং সকলের নজর কাড়ে। এই ভাই বোনের মধ্যে আছে মিষ্টি এক সম্পর্ক।

রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহানি

ঋষি কাপুর ও নীতু কাপুরের দুই সন্তান রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহানি। ঋদ্ধিমা বিনোদন দুনিয়া থেকে দূরে থাকলেও রণবীরের সঙ্গে তাঁর বন্ডিং সকলের নজর কাড়ে। বলিউডের বেস্ট ভাই-বোনের তকমা পান রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহানি।

সইফ আলি খান ও সোহা আলি খান

বলিউডের স্টাইলিশ ভাইবোনের জুটির কারণেই হোক কিংবা বন্ডিং-র কারণে প্রায়শই খবরে আসে সইফ আলি খান ও সোহা আলি খান।

আথিয়া শেট্টি ও অহন শেট্টি

সুনীল শেট্টির দুই সন্তান আথিয়া শেট্টি ও অহন শেট্টি। দুজনেই কাজ করছেন বলিউডে। কাজের দরুন সেভাবে খবরে না এলেনও ভাই-বোনের বন্ডিং-র কারণে প্রায়শই খবর আসেন তারা। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় এদের।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

বড় দায়িত্ব পেলেন প্রসেনজিৎ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পদ সামলাবেন অভিনেতা

Children’s Day: তারে জমিন পর থেকে কৃষ- রইল বাচ্চাদের জন্য সেরা পাঁচটি বলিউড ছবির কথা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে