দেখে নিন ফিল্ম ফেয়ারের নমিনেশনের তালিকায় স্থান পেল কোন কোন ছবি, রইল তালিকা

প্রকাশ্যে এল অ্যাওয়ার্ডসে মনোনীত শিল্পী ও ছবির তালিকা। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ১৯ টি ক্যাটাগরি আছে। দেখে নিন তালিকায় কে কে স্থান পেলেন।

শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। প্রকাশ্যে এল অ্যাওয়ার্ডসে মনোনীত শিল্পী ও ছবির তালিকা। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ১৯ টি ক্যাটাগরি আছে। দেখে নিন তালিকায় কে কে স্থান পেলেন।

সেরা ছবির তালিকা- বধাই দো, ভুল ভুলাইয়া ২, ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, দ্য কাশ্মির ফাইলস, উঁচাই।

Latest Videos

সেরা পরিচালক- ভুল ভুলাইয়া ২-র আনিস, ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা-র জন্য অয়ন মুখোপাধ্যায়, বধাই দোর জন্য হর্ষবর্ধন কুলকার্নি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য সঞ্জয়লীলা বনসালি, উঁচাইয়ের জন্য সুরজ বরজাতিয়া, দ্য কাশ্মীর ফাইলসের জন্য বিবেক রঞ্জন অগ্নিহোত্রী

সেরা ছবি ক্রিটিক্স- বাধান দো, ভেড়িয়া, ঝুন্ড, রকেট্রি- দ্য নাম্বি এফেক্ট, বধ

সেরা অভিনেতা- অজয় দেবগণ (দৃশ্যম ২), অমিতাভ বচ্চন (উঁচাই), অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস), হৃতিক রোশন (বিক্রম বেধা), কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২), রাজকুমার রাও (বধাই দো),

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি), ভূমি পডনেকর (বধাই দো), জাহ্নবী কাপুর (মিলি), করিনা কাপুর (লাল সিং চাড্ডা), টাবু (ভুল ভুলাইয়া ২)

সেরা প্লে ব্যাক সিঙ্গার (পুরুষ)- অরিজিৎ সিং, অভয় যোধপুরকর, সোনু নিগম

সেরা প্লে ব্যাক সিঙ্গার (মহিলা)- জাহ্নবী শ্রীমঙ্কর, জনিতা গান্ধী, কবিতা শেঠ, শিল্পা রাও, শ্রেয়া ঘোষাল।

ফিল্ম ফেয়ারে পুরষ্কার পাওয়া সকল তারকার কাছে সম্মানের। তাদের কাজ সঠিক সম্মান পাক তা সকলেই চান। সে কারণে ফিল্ম ফেয়ারের দিকে তাকিয়ে সকলে। এখন দেখার এই অনুষ্ঠানে কার মাথায় ওঠে সেরার মুকুট।

বলিউডের অন্যতম প্রধান অনুষ্ঠান হল এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সেরিমনি। প্রতিবারই এই অ্যাওয়ার্ডের মঞ্চে একাধিক তারকা থেকে সঙ্গীত শিল্পীকে সম্মান জানানো হয়। এবারও এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে সকলে। এবার একাধিক কেটাগরিতে স্থান পেয়েছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। ছবিতে আলিয়ার অভিনয় গড়েছিল রেকর্ড। তাঁর অভিনয় প্রশংসিত হয় সর্বত্র। বাকি তারকা তো বটেই কিন্তু আলিয়ার অভিনয়ের ওপর ভিত্তি করে এগিয়েছে গল্প। তেমনই একাধিক ক্যাটেগরিতে স্থান পেয়েছে উঁচাই। এই ছবিটিও দর্শকদের মন কেড়েছে। ছবিটি তিন বন্ধুর গল্প নিয়ে। তেমনই বধাই দো থেকে লাল সিং চড্ডা কিংবা ভুল ভুলাইয়া ২-র মতো ছবি স্থান পেয়েছে নমিনেশন লিস্টে। এখন দেখার কোন ছবি বেছে নেন দর্শকেরা।

 

আরও পড়ুন

আয়োজিত হল বম্বে ফ্যাশন উইক, ব়্যাম্পে আগুন ধরালেন মালাইকা-হারনাজ থেকে ভূমি পেডনেকর

Bollywood Gym Girl : নেহা শর্মা, আয়েশা শর্মা থেকে করিশ্মা তান্না, দেখুন মুম্বই তারকাদের ফিটনেস চর্চা

সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন থেকে শাহরুখ খান, দেখুন আপনার পছন্দের তারকাকে বলিউড মশালায়

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন