২১ ফেব্রুয়ারি চার হাত এক হবে, দেখে নিন রকুল-জ্যাকির বিয়েতে কে কে উপস্থিত থাকবেন

Published : Feb 19, 2024, 12:48 PM IST
Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding Menu

সংক্ষিপ্ত

ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করবেন অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি।

আর মাত্র কদিনের অপেক্ষা। আগামী ২১ ফেব্রুয়ারি চারহাত এক হতে চলেছে। গোয়ায় বিয়ে করবেন অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি। গোয়াতেই বসবে বিয়ে আসর। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করবেন অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি।

রকুল ও জ্যাকির বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের একাধিক সদস্য। আমন্ত্রিতদের তালিকায় অবশ্যই থাকছে চমক। থাকবেন অনন্যা পান্ডে থেকে আদিত্য রায় কাপুর। শোনা যাচ্ছে থাকবেন অক্ষয় কুমার, টাইগার স্রফ, শাহিদ কাপুর এবং বরুন ধাওয়ান। থাকবেন আরও অনেক বলিউড তারকা।

তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অনুষ্ঠান। ২০ তারিখই আদিত্য রায় কাপুর থেকে অন্যান্য তারকারা গন্তব্যে পৌঁছাবেন। সেদিনই হবে মেহেন্দি। হদলি, সঙ্গীত ও বিয়ের সকল অনুষ্ঠানই হবে গোয়াতে।

শোনা গিয়েছে, মেহেন্দি অনুষ্ঠানে থাকবে চমক। মেহেন্দিতে কার্নিভাল থিম রেখেছে রকুল ও জ্যাকি। থাকছে প্যাস্টেল টোনের ছোঁয়া। প্রত্যেক ইভেন্টে আলাদা আলাদা থিম থাকবে। পরীণিতি চোপড়া, কিয়ারা আডবানির মতো রকুলও বেশ খানিক পথ হেঁটে এসে বিয়েতে বসবেন। তিনি হাঁটবেন বলে, প্রায় ৮০ মিটার কার্পেট পাতা হয়েছে। সমুদ্রের ধারে বসবে বিয়ের আসর। অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি দুজনেই সমুদ্র পছন্দ করেন। সে কারণে গোয়াতে বসবে বিয়ের আসর। আগে যদিও মধ্যপ্রাচ্যে বিয়ের কথা ভেবেছিলেন অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি। সব ঠিক ছিল। কিন্তু, মোদি সরকারে জন্য তারা বিয়ের স্থান বদল করতে হয়েছে তাদের। ডিসেম্বরে প্রধানমন্ত্রী বলেন দেশের ধনী ও প্রভাবশালী পরিবারগুলো তাঁদের জীবনের বড় অনুষ্ঠানগুলোর জন্য দেশেরই কোনও জায়গা বেছে নেওযার আহ্বান জানান। এই কারণে তারা বিয়ের স্থান বদল করে গোয়াতে করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

BAFTA 2024: সাতটি পুরস্কার পেল ওপেনহাইমার, দেখে নিন বাফটায় কে কে জয় পেলেন

আইনী বিয়ে সাড়লেন কাঞ্চন ও শ্রীময়ী, মার্চে তৃতীয় বারের জন্য বিয়ে পিঁড়িতে বসবেন কাঞ্চন

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে