Pushpa 2: শাড়িতে রুদ্র-রূপে পুষ্পা, অবশেষে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন, চলতি বছরেই আসছে পুষ্পা ২

Published : May 25, 2023, 07:35 AM IST

পুষ্পা ছবির রেশ এখনও কাটেনি। এরই মাঝে খবর এসেছে সিক্যুয়েল তৈরির কথা। এবার প্রকাশ্যে এল সিক্যুয়েল ছবির মুক্তির দিন। জেনে নিন কবে মুক্তি পাবে পুষ্পা ২।

PREV
110

পুষ্পা ২- দ্য রুল ছবিটি বহুদিন ধরে রয়েছে খবরে। ছবির পোস্টার, শ্যুটিং স্টিল ও ভিডিও এসেছিল প্রকাশ্যে। এই দেশে দর্শক মনে আগ্রহ বেড়েছে বিস্তর। সকলেই অধীর অপেক্ষায় রয়েছেন ছবির মুক্তির।

210

কিন্তু, শেষ কিছুদিন ধরে দর্শকরদের হতাশ করেছে আল্লু অর্জুন। জানা গিয়েছিল, নানান কারণ স্থগিত হয়েছে ছবি মুক্তির দিন। অবশেষ সেই সকল জল্পনার অবসান ঘটল। প্রকাশ্যে এল পুষ্পা ২- দ্য রুল ছবির মুক্তির দিন।

310

জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বরেই আসবে পুষ্পা ২- দ্য রুল ছবিটি। আল্লু অর্জুন অভিনীত ও সুকুমার পরিচালিত ছবিটি পুষ্পা ২- দ্য রুল ছবিটি এবছরের উচ্চ প্রত্যাশিত ছবি। সে কারণে শ্যুটিং চলছে জোড় কদমে। ছবি আল্লু অর্জুন থাকছেন প্রধান চরিত্রে। পুলিশের ভূমিকায় দেখা যাবে ফাহাদ ফাসিলকে।

410

প্রকাশ্যে এসেছে ছবির টিজার ট্রেলার ও পোস্টার। যেখানে পুষ্পাকে আগের থেকে আরও শক্তিশালী দেখাচ্ছে। অ্যাকশন-থ্রিলার ও বিনোদনে ভরপুর এই ছবি তৈরির ক্ষেত্রে পরিচালক থেকে প্রযোজন নজরে রাখছেন খুঁটিনাটি বিষয়গুলো। তাঁরাও চেষ্টা করছেন দর্শকদের জন্য আরও চমক নিয়ে আসতে।

510

জানা গিয়েছে, ছবিতে সাই পল্লবী এবং বিজয় সেতুপতি থাকছেন। অবশ্যই থাকছেন শ্রীবল্লী অর্থাৎ রেশ্মিকা। মিরোস্লা কুবা ব্রোজক পরিচালনা করছেন সিনেমাটোগ্রাফি। তেমনই ছবির সঙ্গীত পরিচালকা করছেন দেবী শ্রী প্রসাদ। এবার ছবিতে আরও চমক থাকতে চলেছে বলে দাবি টিমের পক্ষ থেকে।

610

এর ঝলক মিলেছিল পোস্টার দেখেই। শাড়ি, গলার মোটা সোনার হার। সঙ্গে গলায় লেবুর মালা। রয়েছে ফুলের মালাও। হাতে চুড়ি ও আঙটি। কপালে টিপ। কানে দুল। না কোনও মেয়ে নয়। এমন সাজে প্রথম দেখা দিয়েছিলেন পুষ্পা ওরফে আল্লু অর্জুন। তাঁর শরীরে ছিল নীল রঙের মেকআপ। কপালের টিপ জলজল করছিল। হাতে ছিল বন্দুক। এক রুদ্র মূর্তিতে দেখা গেল আল্লু অর্জুনকে। নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন নায়ক। ক্যাপশনে লিখেছেন, ‘পুষ্পা ২ দ্য রুল শুরু হল’।

710

২০২১ সালে মুক্তি পেয়েছে পুষ্পা দ্য রাইজ ছবিটি। ছবির সাফল্যের কথা বলার অপেক্ষা রাখে না। সেই ছবির রেশ ধরে পুষ্পা ২ তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন ছবির টিম। সেই থেকে অপেক্ষায় দর্শকেরা। বারে বারে ছবির পোস্টার, মোশন পিকটার ও টিজার এসেছে প্রকাশ্যে।

810

মৈত্রী পিকচার্স ‘পুষ্পা ২’ ছবির এটি বিশেষ টিজার রিলিজ করেছিল। টিজারের শুরুতে দেখা যাচ্ছে একজন বাইক নিয়ে যাচ্ছে। আর দক্ষিণী ভাষায় অনেকে বলছেন, পুষ্পা তিরুপতি জেল থেকে পালিয়েছে। প্রচুর ভিড়ে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠেছে, পুষ্পা কোথায়।

910

পুষ্পা ২ ছবিটি হিন্দি সহ তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। Mythri Movie Makers প্রযোজনা করছেন ছবিটি। সব মিলিয়ে এক রাশ নতুনত্ব নিয়ে আসছে পুষ্পা ২।

1010

এর আগে পুষ্পা ছবিটি চমক দিয়েছিল দর্শকদের। শুধু দেশ নয় বিদেশেও সাফল্য পেয়েছিল ছবিটি। এবার সেই সাফল্যের পর আসছে পুষ্পা ২। এই ছবি নিয়েও দর্শকদের আশা রয়েছে বিস্তর। তবে, শেষ পর্যন্ত তা কতটা সাফল্য পায় সেটাই দেখার। ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি।

click me!

Recommended Stories