এবার ভাইরাল হল কঙ্গনার ছবি। তিনি সোশ্যাল মিডিয়ায় কেদারের ছবি দিয়ে লিখেছেন, আমি এই দিনটি খুব সৌভাগ্যবসত দেখতে পেয়েছি। এই লিখে হেলিকপ্টার থেকে তোলা ক্লিপ শেয়ার করেন কঙ্গনা। যা পোস্ট করা মাত মুহূর্তে ভাইরাল হয়েছে। সঙ্গে ভাইরাল হয়েছে তাঁর মন্দির পরিদর্শনের ছবি।