ফার্স্ট লুকের পর প্রকাশ্যে এল ছবির কাহিনি, জেনে নিন কোন কাহিনি উঠে আসতে চলেছে অ্যানিমেল ছবিতে

ফের পর্দায় আসতে চলেছেন রণবীর কাপুর। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন রশ্মিকা মান্দানা। একথা আমরা সকলেই জানি। এবার জেনে নিন ছবির গল্প।

কিছুদিন ধরে খবরে রয়েছে অ্যানিমেল। প্রকাশ্যে এসেছে অ্যানিম্যাল ছবির ফার্স্ট লুক। ফের পর্দায় আসতে চলেছেন রণবীর কাপুর। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন রশ্মিকা মান্দানা। একথা আমরা সকলেই জানি। এবার জেনে নিন ছবির গল্প।

জানা গিয়েছে,বাবা ছেলের সম্পর্ককে ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প। একটি ওয়েবসাইটে ভূষণ কুমার জানান, ফিল্মটি একটি বাবা ও ছেলেকে ঘিরে আবর্তিত হয়েছে। অনিল কাপুর ও রণবীর কাপুর অভিনয় করেছেন ছবিতে। ছবির প্লট হল গ্যাংস্টার ড্রামা। এক বিশেষ মানসিক অবস্থার বিকাশ ঘটতে চলেছে ছবির মধ্য দিয়ে। পরিবারে কেন্দ্রীক ছবি এটি। এমনই জানা গিয়েছে ভূষণ কুমারের কথায়। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় প্রকাশ পাবে ছবিটি। জানা গিয়েছে, ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। ২০২১ সালে ছবির কথা ঘোষণা করা হয়েছিল ছবির টিমের পক্ষ থেকে। ছবিতে অনিল কাপুর, রণবীর কাপুর, রশ্মিকা মান্দান্না, ববি দেওল, তৃপ্তি দিমরি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

Latest Videos

কদিন আগেই প্রকাশ্য এসেছে ছবির ফার্স্ট লুক। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন বছরের মধ্যরাতেই অ্যানিমেল ছবির ফার্স্ট লুক শেয়ার করেন। সেখানে ক্যাপশনে লেখেন, প্রভাস ভক্তদের পক্ষ থেকে টিমের জন্য শুভ কামনা। এটি একটি অ্যাকশন ছবি। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে কাটারি হাতে রণবীর কাপুর। তাতে লেগে আছে রক্ত। তেমনই রণবীর আক্রমনাত্মক ভঙ্গিতে সিগারেটে আগুন ধরাচ্ছে। তার হাতে লেগে রক্ত। গায়ে ও মুখে রয়েছে চাপ চাপ রক্ত। ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিতে শত্রুতা ও প্রতিশোধের কাহিনি উঠে আসতে চলেছে।

তবে এই লুক নিয়ে বিতর্কও কম হয়নি। অনেকেই রণবীরের অ্যানিমেল ছবির লুককে কেজিএফ ছবির সঙ্গে তুলনা করেছেন। কেউ তুলনা করেছেন পুষ্পা ছবির সঙ্গে। এই দুই দক্ষিণী ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শক মনে। আর এই ছবির ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর সকলের এটাই ধারণা যে ফের একবার এমন ধরনের কাহিনি উঠে আসতে চলেছে রূপোলি পর্দায়। এই ছবি যে নতুন কাহিনি নিয়ে আসবে সকলে তা আশা রাখতে চলেছে।

এদিকে মেয়ের জন্মের পর থেকে নানা কারণে খবরে রয়েছেন রণবীর। আলিয়াও নিজের ফিটনেস নিয়ে প্রায়শই আসেন খবরে। এবার রণবীরের পালা। বছরের শুরু থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে রণবীর। তার নতুন ছবির জন্য।

 

আরও পড়ুন-

প্রকাশ্যে ভালবাসায় মত্ত মধুমিতা, ভিডিও পোস্ট করে শহরের দিল-খুশ করে দিলেন বঙ্গতনয়া

চিনতে পারছেন টলিপাড়়ার বার্বিগার্ল-কে, ভিডিও পোস্ট করতেই জুটল 'কার্টুন'-এর তকমা

বিকিনি কাট ব্লাউজে উপচে পড়ছে উষ্ণতা, খোলা চুলের অ্যাটিটিউটে ভক্তদের পাগল করলেন শুভশ্রী

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul