
আজ সকাল থেকে খবরে জওয়ান। পাঠান ছবি পর জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখল বাদশা। এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল বহুদিন ধরে। ছিল প্রত্যাশাও। আর বাদশা যে প্রত্যাশা পূরণে সফল হয়েছে, তা বোঝা গিয়েছে ওপেনিং ডে-র সকাল থেকে।
এদিকে এই ছবি মুক্তি নিয়ে বেশ চিন্তায় ছিলেন একাধিক পরিচালক। কারণ সমালোচকদের মতে, জওয়ান’ ম্যাজিকে কুপোকাত হবে সকলে। কিন্তু, এই অনুমান মনে হচ্ছে ব্যর্থ হবে। কারণ, জওয়ান মুক্তি হতেও সামান্য বাড়ল ‘গদর ২’ ছবির আয়। তবে কি, ‘জওয়ান’ ম্যাজিক কি প্রভাব ফেলতে ব্যর্থ হল ছবিটি। ২৭তম দিনে ছবির আয় দাঁড়াল ৫০৯. ০৯ কোটি।
ছবি কেন্দ্রে আছে এক ভিন্ন ধরনের গল্প। শাকিনা ও তারা সিং-র প্রেম তো বটেই তবে এই ছবিতে নজর কেড়েছে ছেলের সঙ্গে তারা সিং-র সম্পর্ক। ছবিতে ছেলের জন্য কঠিন লড়াই করতে দেখা যাবে তারা সিং কে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। সে সময় ছবিটি ব্যাপক সফল হয়েছিল। সেই ছবির সাফল্যের রেশ ধরে এতদিন পর মুক্তি পেল গদর ২।
‘গদর ২’ ছবির আয় ফের গড়ল রেকর্ড। বুধবার ছবির আয় ছিল ২.৯২ কোটি। সব মিলিয়ে ছবির আয় হল ৫০৯. ০৯ কোটি। ছবির আয় বাড়লেও ‘পাঠান’-র রেকর্ড ভাঙতে ব্যর্থ ছবিটি। ২৭ দিন থিয়েটারে চলছে ‘গদর ২’। আর আপাতত ছবির মোট আয় দাঁড়াল ৫০৯. ০৯ কোটি।
, ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। বলিউড রেকর্ড অনুসারে, ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। সপ্তাখানেকের মধ্যে ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। তারপর দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। দ্বিতীয় রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। এরপর ক্রমে বাড়ে ছবির আয়। ছবিটি পা রাখে ৫০০ কোটির ঘরে।
ছবির আয়ের সাফল্য উপলক্ষ্যে সদ্য অনুষ্ঠিত হল গদর ২ ছবির সাকসেক পার্টি। সেখানে বসেছিল চাঁদের হাট। আমিশা প্যাটেল, সানি দেওল তো ছিলেন। ছিলেন শাহরুখ খান, আমির খান, সলমন খান, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, রাজকুমার রাও, কৃতি শ্যানন, সারা আলি খান, গৌরী খান, প্রেম চোপড়া, সঞ্জয় দত্ত- সহ আরও অনেকে। ছিলেন ধর্মেন্দ্র ও ববি দেওল-সহ আরও অনেকে।
আরও পড়ুন
বিপাকে অক্ষয় কুমার, ফের নাম বদল হল নায়কের আসন্ন ছবি মিশন রানিগঞ্জ- দ্য গ্রেট ইন্ডিয়া রেসকিউ-র
Jawan: ভোর থেকে শুরু হয়েছে সেলিব্রেশন, হাউসফুল সকাল ৬টা-র শো, ‘জওয়ান’ ছবি ফের গড়ল রেকর্ড
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।