ভোর ৫টা থেকে শুরু হয়েছে সেলিব্রেশন। কোথাও হয়েছে মিছিল তো কোথাও পোড়ানো হল বাজি। এরই সঙ্গে ভাইরাল হল প্রেক্ষাগৃহে ভক্তদের নাচের ছবি।

শাহরুখ খান ফের একবার যে বক্স অফিসে গ্র্যান্ড এন্ট্রি নেবেন তা সকলেই প্রায় আন্দাজ করেছিলেন। তবে, জওয়ান-র ঝটকা যে এতটা হবে তা আগে থেকে কেউ আন্দাজ করতে পারেনি। দীর্ঘ প্রতিক্ষার পর সাত সেপ্টেম্বর অর্থাৎ আজ মুক্তি পেল ‘জওয়ান’। ‘জওয়ান’ ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে রাত জাগলেন শাহরুখ ভক্তরা। ভোর ৫টা থেকে শুরু হয়েছে সেলিব্রেশন। কোথাও হয়েছে মিছিল তো কোথাও পোড়ানো হল বাজি। এরই সঙ্গে ভাইরাল হল প্রেক্ষাগৃহে ভক্তদের নাচের ছবি।

সকাল থেকে খবরে ‘জওয়ান’। বাদশার সোশ্যাল মিডিয়ার ফ্যান ক্লাব পেজে সকাল থেকে দেখা যাচ্ছে আপডেটস। দিল্লি, মুম্বই তো বটেই বাদশার জ্বরে কাবু শহর কলকাতাও। ভাইরাল হওয়া এক ভিডিও-তে দেখা হল, ভোরের শো শুরু আগেই প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন। ভোর ৫টার মধ্যে প্রেক্ষাগৃহে পৌঁছালেন শাহরুখ ভক্তরা। এই ভক্তের তালিকায় আছেন টলি তারকা তৃণা ও নীল। এদের সকাল সকাল দেখা গেল প্রেক্ষাগৃহের সামনে। তেমনই দেখা মিলল শয় শয় ভক্তের।

Scroll to load tweet…

অন্যান্য শহরের চিত্রও একই রকম। কোথাও ভোর থেকে পোড়ানো হচ্ছে বাজি। সিনেমা শুরু আগে বাজি পুড়িয়ে বাদশার জয়ধ্বনি দিয়ে সকলে উপভোগ করছেন। কোথাও আবার বের হয়েছে মিছিল। ভোর থেকে ভক্তরা বাদশার কাটআউট কিংবা সিনেমার প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় হাঁটছেন। আবার কোথাও কোথাও চলছে নাচ। ড্রাম বাজিয়ে প্রেক্ষাগৃহের সামনে নাচতে দেখা গিয়েছে বহু ভক্তকে। এরই সঙ্গে যে ভিডিও ভাইরাল হয়েছে, তা হল প্রেক্ষাগৃহের ভিডিও। সিনেমা হলের মধ্যে ভক্তদের নাচের ভিডিও নজর কেড়েছে সকলে।

এদিকে কাল রাতে ছিল ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। যেখানে উপস্থিত ছিলেন একাধিক বলি তারকা। বসেছিল চাঁদের হাট। হৃতিক রোশন, ক্যাটরিনা কইফ থেকে ভূষণ কুমার-সকলে উপস্থিত ছিলেন এই স্পেশ্যাল স্ক্রিনিং-এ। মুম্বইয়ে যশ রাজ স্টুডিও-তে হয়েছিল এই স্পেশ্যাল স্ক্রিনিং।

Scroll to load tweet…

পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখলেন বাদশা। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পেল। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা। একেবার ভিন্ন ধরনের কাহিনি নিয়ে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত জওয়ান ছবিটি।

আরও পড়ুন

Jawan: ভোর থেকে শুরু হয়েছে সেলিব্রেশন, হাউসফুল সকাল ৬টা-র শো, ‘জওয়ান’ ছবি ফের গড়ল রেকর্ড

Sreelekha Mitra: লক্ষ টাকার জালিয়াতির শিকার হলেন শ্রীলেখা, সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন বিপদের কথা

Nusrat Jahan: 'সব রকম সাহায্য করব', ইডি-র উদ্দেশে আশ্বাস নুসরত জাহানের