এনগেজমেন্টের আগে খেলার মাঠ থেকে রেস্তোরাঁয় ডেটিং-এ দেখা গিয়েছে তাঁদের। কদিন আগে, মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেল রাঘব ও পরিণীতিকে। ভাইরাল হয়েছিল সেই ছবি। এবার ভাইরাল হল তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এনগেজমেন্টের দিন লিকলক করতে দেখা যায় তাঁদের।