মেহেন্দি থেকে বিয়ে অনুষ্ঠান- পুরো বিয়ে জুড়ে রয়েছে নানান চমক, দেখে নিন কেমন প্রস্তুতি নিচ্ছেন রকুল-জ্যাকি

২১ ফেব্রুয়ারি বসবে বিয়ের আসর। ২০ ফেব্রুয়ারি হবে মেহেন্দি অনুষ্ঠান। বিয়ের প্রতিটি অনুষ্ঠান জুড়ে আছে বিশেষ সকল পরিকল্পনা।

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়ে করবেন রকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। ২১ ফেব্রুয়ারি বসবে বিয়ের আসর। ২০ ফেব্রুয়ারি হবে মেহেন্দি অনুষ্ঠান। অল্প লোকের উপস্থিতিতে বিয়ে করলেও বিয়ের সব কয়টি অনুষ্ঠান জুড়ে থাকছে চমক।

সদ্য প্রকাশ্যে এসেছে রকুল ও জ্যাকির বিয়ের কার্ড। সেটা করা হয়েছে নীল সাদা রঙে। নিজেদের বিয়েতে অভিনব পন্থা মেনে কার্ড বানিয়েছেন রকুল ও জ্যাকি। যেখানে দেখা যাচ্ছে, সাদা দেওয়ালের মাঝে নীল দরজা। উপর থেকে ঝুলছে গোলাপী ফুল এবং লাইট। নীচে রাখা সাদা সোফা নীল-সাদা কুশনে সাজানো। তাতে লেখা, ‘ফেরে নেওয়া হবে (সাত পাক ঘোরা) বুধবার ২১ ফেব্রুয়ারি ২০২৪।’

Latest Videos

মেহেন্দি অনুষ্ঠানেও থাকছে চমক। জানা গিয়েছে, মেহেন্দিতে কার্নিভাল থিম রেখেছেন তাঁরা। তেমনই থাকছে প্যাস্টেল টোনের ছোঁয়া। প্রত্যেক ইভেন্টে আলাদা আলাদা থিম থাকবে। নতুন কনে হেঁটে যাবে। সে কারণে প্রায় ৮০ মিটার একটি রাস্তা তৈরি করা হয়েছে। কার্পেট পাতা হবে।

তেমনই বিয়ের আসর বসবে গোয়ার সমুদ্র সৈকতে। রকুল ও জ্যাকির দুজনেরই পছন্দ সমুদ্র। তাই এই বিশেষ দিনে সেখানেই বিয়ের আসর বসবে। জানা গিয়েছে, বিয়ের প্রতিটি অনুষ্ঠান জুড়ে আছে বিশেষ সকল পরিকল্পনা।

এদিকে এর আগে প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছিলেন। প্রায় মাস ধরে সেই পরিকল্পনার করেছিলেন তাঁরা। সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে, ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ধনী ও প্রভাবশালী পরিবারগুলিকে তাঁদের জীবনের বড় অনুষ্ঠানগুলোর জন্য দেশেরই কোনও জায়গা বেছে নেওয়ার আহ্বান জানান। এরপরই পরিকল্পনা বদলে তাঁরা গোয়াতে সময় বেছেন

২০২১ সাল থেকে সম্পর্কে আছেন রকুল ও জ্যাকি। সে সময় সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা জানান তাঁরা। এবার শীঘ্রই গাঁট ছড়া বাঁধবেন তাঁরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Jaya Ahsan: ভূত পরী-র প্রিমিয়ার লাল শাড়িতে নজর কাড়লেন জয়া, দেখুন ভিডিও

শিলাজিৎ, তিমির বিশ্বাসের সঙ্গে মঞ্চ মাতালেন রতন কাহার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি