Yami Gautam: মা হতে চলেছেন ইয়ামি গৌতম, পরিবারে আসছে নতুন সদস্য, সুখবর দিলেন বলিউড নায়িকা

২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন ইয়ামি। আদিত্য ধরের সঙ্গে বিয়ে করেন ইয়ামি গৌতম। শোনা যাচ্ছে, এবার তাদের পরিবারে আসছে নতুন সদস্য।

বিয়ের তিন বছর পার করল। এবার বিয়ের তিন বছর পর সুখবর দিলেন নায়িকা। মা হতে চলেছেন ইয়ামি গৌতম। ফের বাড়তে চলেছে বলিউডের সদস্যদের সংখ্যা।

পরের পর সুখবর বলিপাড়ায়। একদিকে পর পর বিয়ে হচ্ছে তারপর আবার নতুন বলি পরিবারে আসছে নতুন সদস্য। প্রকাশ্যে এল এমনই খবর। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন ইয়ামি। আদিত্য ধরের সঙ্গে বিয়ে করেন ইয়ামি গৌতম। পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ের সকল রীতি মেনে বিয়ে করেন ইয়ামি গৌতম। এবার শোনা যাচ্ছে মা হবেন নায়িকা।

Latest Videos

সম্প্রতি, মুম্বইয়ে স্বামী আদিত্যের সঙ্গে দেখা গেল স্বামী আদিত্যের সঙ্গে। পরনে ছিল সালোয়ার কামিজ। ক্যামেরা দেখামাত্র ওড়না দিয়ে পেট ঢাকেন সকলে। এরপরই চাওর হয় ইয়ামির অন্তঃসত্ত্বা হওয়ার কথা। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী ও তাঁর স্বামী কোনও কথা জানাননি।

২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন ইয়ামি। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির ডিরেক্টর ছিলেন তিনি। জানা যায়, ২০১৯ সালে থেকে চলছিল প্রেম ইয়ামি ও আদিত্যর। শেষে নিজের হিমাচলের বাড়িতে সাত পাকে বাঁধা পড়েন তারা। এবার দু থেকে তিন হতে চলেছেন ইয়ামি গৌতম ও আদিত্য।

এদিকে সদ্য শোনা গিয়েছিল, দ্বিতীয়বার মা হবে অনুষ্কা শর্মা। বিরাটের পরিবারে আসবে নতুন সদস্য। সে বিষয় যদিও তারা কেউই কোনও মন্তব্য করেননি। কিন্তু, মাঝে ভাইরাল হয়েছিল সেই খবর। কদিন আগে মা হয়েছেন ইলিয়ানা ডিক্রুজ। ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তারপর প্রকাশ্যে আনেন নিজের প্রেমিকের ছবি। সে যাই হোক, এবার প্রকাশ্যে এল ইয়ামি গৌতমের কথা। শীঘ্রই তাঁর পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে বলে জানা গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

শোকের ছায়া টলিউডে, শ্রীলা মজুমদারের প্রয়াণে শোক প্রকাশ ঋতুপর্ণা থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের

Rahat Fateh Ali Khan: ওস্তাদ রাহাত ফতে আলি খানের এ কি রূপ ! চুলের মুঠি ধরে জুতোপেটা করছেন ছাত্রকে?

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলে নেওয়ার জন্য অর্জুন সিং-য়ের উপর চাপ দেওয়া হচ্ছে'- Sukanta Majumdar #shorts #sukantamajumdar
Fake Passport Case: ঠিকানা বদলেও হল না লাভ, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির পাণ্ডা মনোজ গুপ্ত
Puri-র সৈকতে পর্যটকদের ঢেউ! খাওয়া দাওয়া আড্ডার মধ্যে দিয়ে বাঙালির শীত উদযাপন, দেখুন
১৫ দিন পরও অধরা বিধাননগরের কাউন্সিলর, পুলিশকে ধুয়ে যা বললেন Sukanta Majumdar
'মাননীয়া আপনি রেখা পাত্রের কাছে হারবেন', মমতাকে একহাত নিলেন শুভেন্দু | Suvendu on Mamata