'অভিনয়ই করতে পারেন না, করেন শুধু ব্যবসা'! শাহরুখ খানের সাফল্যে হিংসায় জ্বলছেন পাকিস্তানি অভিনেত্রী

শাহরুখের সাফল্যের রহস্য নিয়ে ভক্তদের সঙ্গে মোটেও একমত নন এই পাকিস্তানি অভিনেত্রী। মাহনুর জানিয়েছেন, ‘শাহরুখ খানের খুব ভালো ব্যক্তিত্ব রয়েছে, তবে আপনি যদি তাঁকে সৌন্দর্যের মানদণ্ড অনুসারে দেখেন, তবে তিনি এর আওতায় আসবেন না।

জওয়ান হোক বা পাঠান- শাহরুখ ফিভার এখনও কমেনি ভক্তদের। এরই মধ্যে মুক্তি পেয়েছে আসন্ন ছবি ডানকির ট্রেলার। তাতেও ভক্তদের কাঁপিয়ে দিয়েছেন কিং খান। তবে এতো সাফল্যে চোখ ধাঁধাচ্ছে পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচের। পরিষ্কার এক সাক্ষাতকারে জানিয়েছেন শাহরুখ খান নাকি অভিনয়ই জানেন না। তিনি শুধু ব্যবসা করেন।

তিনি আরও বলেন, শাহরুখ খান সম্পর্কে আমার ধারণা তিনি অভিনয় জানেন না। তিনি একজন ভালো ব্যবসায়ী। তিনি নিজেকে কীভাবে বাজারজাত করতে হয় ভালো জানেন। হয়তো তাঁর ভক্ত এবং পছন্দের মানুষেরা আমার সঙ্গে একমত হবে না, তবে আমার বক্তব্য ভুল নয়। তিনি দারুণ ভালো ব্যক্তিত্বের অধিকারী। তিনি নিজেকে ভালো বেচতে পারেন। অনেক ভালো অভিনেতা আছেন, যারা ভালো অভিনয় করেও তাঁর মতো সফল নন।

Latest Videos

চলতি বছরেই শাহরুখ খান অভিনীত ডঙ্কি আসছে। চার বছর পর বক্স অফিসে পা দিলেন বাদশা। বছরের শুরুতে মুক্তি পেয়েছে পাঠান। এই ছবি গড়েছিল রেকর্ড। ৫০০ কোটির বেশি আয় করেছিল ছবিটি। তারপরই মুক্তি পায় জওয়ান। এই ছবির সাফল্যের রেশ এখন চলছে বক্স অফিসে। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেল। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা। ছবি জুড়ে রয়েছে একাধিক অ্যাকশন সিক্যুয়েন্স। ছবিটি মানি হেইস্ট, স্কুইড গেম, দ্য ডার্ক নাইট রাইজেস এবং দ্য লায়ন কিং রেফারেন্সের সঙ্গে মিশে গিয়েছে। সব মিলিয়ে ব্যপক ঝটকা দিতে মুক্তি পেয়েছে জওয়ান। এই ছবির আয় টপকে গিয়েছে পাঠান ছবির আয়কে। এবার চলতি বছরে ফের আসছে ডঙ্কি ছবিটি।

তবে শাহরুখের সাফল্যের রহস্য নিয়ে ভক্তদের সঙ্গে মোটেও একমত নন এই পাকিস্তানি অভিনেত্রী। মাহনুর জানিয়েছেন, ‘শাহরুখ খানের খুব ভালো ব্যক্তিত্ব রয়েছে, তবে আপনি যদি তাঁকে সৌন্দর্যের মানদণ্ড অনুসারে দেখেন, তবে তিনি এর আওতায় আসবেন না। এটা ঠিক যে তাঁর ব্যক্তিত্ব এবং রূপ এতটাই শক্তিশালী যে তাঁকে ভালো দেখায়। তাঁর মধ্যে সেই জিনিসটি আছে। কিন্তু, অনেক সুন্দর মানুষ আছে পৃথিবীতে, যাদের কোনও অহংকার নেই। তাই মানুষ তাদের খেয়ালও করে না।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata