Jawan: ছবি মুক্তি পেতে আর কয়দিন বাকি, এর আগেই জওয়ান ২ নিয়ে মন্তব্য প্রকাশ করলেন শাহরুখ খান

Published : Sep 04, 2023, 09:56 AM IST
Jawan

সংক্ষিপ্ত

ছবির শ্যুটিং থেকে প্রেমোশন সব নিয়েই বারে বারে খবরে এসেছে বাদশা। আর এবার জওয়ান মুক্তির আগেই জওয়ান ২ নিয়ে নিজের বক্তব্য পেশ করলেন শাহরুখ খান।

৩১ অগস্ট মুক্তি পেয়েছে জওয়ান ছবির ট্রেলার। সেই থেকে খবরে ছবিটি। এই ছবি দিয়ে চলতি বছরে দ্বিতীয়বার বক্স অফিসে পা রাখবেন বাদশা। তাই দর্শক মহলে উত্তেজনা আছে তুঙ্গে। ছবির শ্যুটিং থেকে প্রেমোশন সব নিয়েই বারে বারে খবরে এসেছে বাদশা। আর এবার জওয়ান মুক্তির আগেই জওয়ান ২ নিয়ে নিজের বক্তব্য পেশ করলেন শাহরুখ খান।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিলেন বাদশা। ট্রেলার মুক্তির পর সকলেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন। নানান প্রশ্ন করেছেন বাদশাকে। সদ্য সেই সকল প্রশ্নের উত্তর দিলেন কিং খান। সেখানে এই ভক্ত তাঁকে প্রশ্ন করে কবে আসছে জওয়ান ২। এর উত্তরে তিনি বলেন, ‘আগে এটা তো দেখো। বাচ্চার জীবন নেবে নাকি।’

৩১ অগস্ট মুক্তি পেয়েছে ট্রেলার। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখবেন বাদশা। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পারে। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। রয়েছেন একাধিক দক্ষিণী স্টার। এই ছবিতে দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা।

 

 

কিডন্যাপ, হত্যা, মারপিঠ, প্রতিশোধ থেকে শুরু করে রহস্য। জওয়ান ছবির কেন্দ্রে যে রয়েছে একেবারে অন্যরকম কাহিনি তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবিতে তিনি যে জমিয়ে অ্যাকশন করেছেন তা ট্রেলার দেখাই বোঝা যাচ্ছে। ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন বাদশা। কখনও পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে তো কখনও দেখা গিয়েছে একজন দুষ্কৃতির চরিত্রে। ছবিতে তিনি নাকি ছেলে ও বাবা উভয় চরিত্রে অভিনয় করেছেন। তবে, এই ছবিতে যে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে বাদশাকে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চলতি মাসের ৭ তারিখ মুক্তি পাবেন জওয়ান। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। এই ছবিটিও যে পাঠান ছবির মতো রেকর্ড গড়বে তা আগে থেকেই জানা বোঝা যাচ্ছে। আ কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ছবিটি। এর আগেই জওয়ান ২ নিয়ে মন্তব্য প্রকাশ করলেন শাহরুখ খান। তাঁর কথায় স্পষ্ট এখনই সিক্যুয়েল তৈরির কোনও পরিকল্পনা নেই তাঁদের।

 

আরও পড়ুন

জওয়ান থেকে দ্য নান ২- সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে একাধিক ছবি ও ওয়েব সিরিজ, রইল তালিকা

কোনও ভক্তকে জানালেন ছোটবেলার স্মৃতি তো কাউকে জানালেন শ্যুটিং-র অভিজ্ঞতা, জওয়ান ঘিরে ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিলেন কিং খান

Bengali Movie: বাংলাদেশের চেয়ে ভারতীয় ছবিতে কাজ করেই বেশি খুশি নুসরত ফারিয়া?

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে