১০০০ কোটি প্রায় ছুঁই ছুঁই, মুক্তির তৃতীয় সপ্তাহেও বৃহস্পতি তুঙ্গে শাহরুখের 'পাঠান' ছবির

রবিবার বিশ্ব বক্স অফিসে 'পাঠান' ছবির কালেকশন ২২ কোটি আয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৯৪৬ কোটি ব্যবসা করে ফেলেছে 'পাঠান'। সুতরাং ১০০০ কোটি থেকে সামান্য দূর থাকা 'পাঠান'ছবি তা হেলায় পার করবে তা নিয়ে কোনও প্রশ্নই নেই।

মুক্তির তৃতীয় সপ্তাহেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে 'পাঠান'ছবির আয়। একেই বলে বৃহস্পতি তুঙ্গে। বক্স অফিসে যা ব্যবসা করছে তা অনেক ছবির ওপেনিং ডে-রও কালেকশন হয় না। শনিবারের চেয়ে রবিবার বাড়ল স্পাই ছবির কালেকশন। উইকেন্ডে চুটিয়ে ব্যবসা করছে শাহরুখ-দীপিকার ছবি। রবিবার ১২.৬০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে 'পাঠান'-এর।

ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ বক্স অফিসের হাল হকিকত নিয়ে লেখেন, পাঠান একেবারে অপ্রতিরোধ্য। সপ্তাহান্তে এই ছবি আবারও কামাল করে দেখালো। তৃতীয় সপ্তাহেও ২৯ কোটির বেশি ব্যবসা করেছে এই ছবি। সোমবার ৪৭৫ কোটির গন্ডি পার করে ফেলবে এই ছবি। গতকাল অর্থাৎ রবিবার বিশ্ব বক্স অফিসে 'পাঠান' ছবির কালেকশন ২২ কোটি আয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৯৪৬ কোটি ব্যবসা করে ফেলেছে 'পাঠান'। সুতরাং ১০০০ কোটি থেকে সামান্য দূর থাকা 'পাঠান'ছবি তা হেলায় পার করবে তা নিয়ে কোনও প্রশ্নই নেই।

Latest Videos

 

 

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। ২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। পাঠান ঝড় যেন কোনও কিছুতেই থামতে চাইছে না। মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিস জুড়ে চলছে পাঠান রাজ। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের 'পাঠান'। শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। অতীতের একাধিক নজির ভেঙে দিয়েছে শাহরুখের ছবি। হিন্দি চলচ্চিত্রে এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িকভাবে সফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে পাঠান। আর কয়েকদিনের মধ্যেই বাহুবলী ২-এর সাফল্যকে ছাপিয়ে যাবে তা নিঃসন্দেহে ধরেই নেওয়া যায়। বলিউডের একচেটিয়া ছবির ব্যবসায়িক সাফল্যের নজির পার করেছে পাঠান। এমনকী কেজিএফ ছবির সাফল্যকেও পিছনে ফেলে দিয়েছে পাঠান। ২০২৩ সালে 'পাঠান' দিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। বিতর্ক-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বক্সঅফিসে বাজিমাত করছে শাহরুখ খানের ছবি পাঠান। রবিবার হোক কিংবা সোমবার পাঠান ছবির বক্স অফিস কালেকশন ছাপিয়ে গেছে হিন্দি ছবির রেকর্ড। মুক্তির দিন থেকে'পাঠান'নিয়ে যা উত্তেজনা দেখা গেছে তাতে একপ্রকার সকলেই নিশ্চিত ছিল ছবি ব্লকব্লাস্টার হিট হতে চলেছে। সেই প্রথম দিন থেকেই একটার পর একটা রেকর্ড গড়ে চলেছে শাহরুখের পাঠান।

 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী