জওয়ান-র সাফল্যের পর মিলছে হুমকি, Y+ ক্যাটগরির নিরাপত্তা পেলেন শাহরুখ খান

Published : Oct 09, 2023, 12:16 PM IST
Shahrukh Khan Jawan Cross 700 Crore Worldwide

সংক্ষিপ্ত

জওয়ান-র সাফল্যের পর মিলছে হুমকি। সে কারণে Y+ ক্যাটগরির নিরাপত্তা পেলেন শাহরুখ খান।

ফের খবরে শাহরুখ খান। বক্স অফিসে জওয়ান মুক্তির পর থেকে খবরে আছেন বাদশা। এই ছবিটি যে এতটা সফল হবে তা আগে থেকে কেউ আন্দাজ করতে পারেনি। আর এই জওয়ান ছবির সাফল্য সমস্যা তৈরি করল শাহরুখ খানের মনে।

গত ৫ অক্টোবর মহারাষ্ট্র সরকার তরফে পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ গিয়েছিল বাদশার নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য। এবার শাহরুখ খানকে Y+ ক্যাটগরির নিরাপত্তা দিলেন এক নাথ শিন্ডের সরকার। জানা গিয়েছে, এই প্রথম এমন বিপদে পড়লেন বাদশা। জওয়ান ছবির সাফল্যের পর সমস্যা বাড়ল সমস্যা। জানা গিয়েছে, ১১০০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে ছবির আয়। তারপরই হুমকি পান শাহরুখ খান। পাঠান ও জওয়ান এই দুটো ছবির জনপ্রিয়তা ও দারুণ ব্যবসার জেরেই নাকি খুনের হুমকি পাচ্ছেন কিং খান। এরপরই জওয়ান-র সাফল্যের পর মিলছে হুমকি। সে কারণে Y+ ক্যাটগরির নিরাপত্তা পেলেন শাহরুখ খান।

আসলে, দেশের কৃষকমৃত্যু থেকে সরকারি দুর্নীতি, অস্ত্র কেলেঙ্কারী এই সকল বিষয় উঠে এসেছে ছবিতে। এই সকল কারণে বিতর্কে জড়িয়েছেন বাদশা। আর এর কারণেই মিলেছে হুমকি। এদিকে পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখলেন বাদশা। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পেল। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা। ছবিটি মুক্তি পেতেই ব্যাপক হিট করেছে বক্স অফিসে। 

 

আরও পড়ুন

‘ওনাকে পাগলের মতো ভালোবাসি’, ফের অমিতাভের প্রতি ভালোবাসার কথা জানালেন রেখা

কেউ কাউকে সহ্য করতে পারতেন না! দেবশ্রী রায়কে নিয়ে অকপট শতাব্দী রায়

দোহায় মঞ্চ মাতালেন শাহিদ-টাইগার-বরুণ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক