আশা ভোঁসলের সঙ্গে সৌজন্য বিনিময় শাহরুখ খানের, খেলার মাঠে নজর কাড়লেন বলি সদস্যরা

Published : Nov 20, 2023, 12:00 PM IST
Shahrukh Khan

সংক্ষিপ্ত

আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন সকলের মাঝে নজর কাড়েন বলি সেলেবরা। ভাইরাল হল শাহরুখের ছবি।

গতকাল ছিল বিশ্বকাপ ফাইনাল। হাড্ডা হাড্ডি লড়াই হল ভারত-অস্ট্রেলিয়ার। এদিন মাঠে হাজির হয়েছিল লক্ষাধিক মানুষ। সাধারণ থেকে সেলেব বাদ যাননি কেউ-ই। আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন সকলের মাঝে নজর কাড়েন বলি সেলেবরা। ভাইরাল হল শাহরুখের ছবি। বাদশার আচরণ নজর কাড়ল সকলের।

খেলার প্রতি শাহরুখ খানের যে আলাদা দূর্বলতা আছে তা সকলের জানা। সে কারণে ফাইনালের দিন যে তিনি হাজির হবেন তা আন্দাজ করেছিলেন অনেকেই। হলও তাই। এদিন মাঠে ছিলেন দীপিকা পাড়ুকোণ। ছিলেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা। এদিন দীপিকা থেকে আয়ুষ্মান- সকলকে দেখা যায় ইন্ডিয়ার জার্সি পরে। আর সকলের নজর কাড়লেন আশা ভোঁসলে ও শাহরুখ খান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আশা ভোঁসলের পাশে বলে শাহরুখ। ছিলেন গৌরি খান, আরিয়ান খান, সুহানা খান। ছিলেন আম্বানির ছেলেরাও। সকলেই স্টেডিয়ামে বলে উপভোগ করেন খেলা। দেখেন ভারত-অস্ট্রেলিয়ার হাড্ডা-হাড্ডি লড়াই। এদিন নজর কাড়েন দুই বলি তারকা।

ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা গিয়েছে, শাহরুখ খান আশার সঙ্গে কথা বলছেন। সে সময় প্রবীণ গায়িকার চা খাচ্ছিলেন সেই সময়। শাহরুখের সঙ্গে কথা বলার সময় চা খাওয়া শেষ করে তিনি খালি কাপ চা স্টেডিয়ামে মহিলা হোটেলের কর্মচারীকে দিয়ে দেন। দুজনকেই খোস মেজাজে দেখা যায় স্টেডিয়ামে। আকাশী রঙের শাড়ি পরে দেখা যায় আশা ভোঁসলেকে। মাথায় ছিল ফুল। গলায় সাদা মুক্তোর মালা দেখা যায়। তেমনই শাহরুখ খানকে দেখা যায় নীল রঙের জ্যাকেট ও সাদা টি শার্টে দেখা যায় শাহরুখকে। চোখে ছিল সানগ্লাস। তেমনই গলায় কালো হার।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

বাড়ছে সম্পর্কের ফাটল, বিচ্ছেদের পথে ঐশ্বর্য-অভিষেকের সম্পর্ক, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে অভিযোগ

ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্যেই অনুষ্কা ও আথিয়াকে নিয়ে যৌনতাবাদী মন্তব্য হরভজনের , দেখুন ভিডিও

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে