Diwali 2023: বক্ষবিভাজনে চরম উষ্ণতা, দীপাবলির বাজিতে আগুন ধরিয়ে নেট দুনিয়ায় ফুলঝুরি ছড়ালেন শার্লি‌ন চোপড়া

Published : Nov 12, 2023, 07:57 AM IST
Sherlyn Chopra

সংক্ষিপ্ত

একটি সাদা রঙের ঘাগরার সঙ্গে ফুল হাতা ডিপনেক কাটের ব্লাউজ পরে উন্মাদনা ছড়িয়েছেন অভিনেত্রী শার্লিন চোপড়া। বাজি ফাটানোর শেষে পাপারাজ্জিদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতাও সেরেছেন শার্লি‌ন।

বরাবরই বিভিন্ন বিতর্কিত মন্তব্য বা ভঙ্গিমার জন্য বিনোদন দুনিয়ার শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। সম্প্রতি দীপাবলি উৎসব উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁর ভিডিও। 

একটি সাদা রঙের ঘাগরার সঙ্গে ফুল হাতা ডিপনেক কাটের ব্লাউজ পরে উন্মাদনা ছড়িয়েছেন অভিনেত্রী শার্লিন চোপড়া। সেই ঝুঁকিপূর্ণ পোশাক দেখে সসশ্যাল মিডিয়ায় চড়েছে উষ্ণতার পারদ। 
-

ভাইরাল হওয়া সেই ভিডিওতে, অভিনেত্রী যথেষ্ট আলগাভাবে মেলে ধরেছেন নিজের স্তনবিভাজিকা। খোলা চুল আর ন্যুড শেডের লিপস্টিকে তাঁর দীপাবলির লুক নজর কেড়েছে নেটিজেনদের। ঘাগরা চোলি পরেই ফুলঝুরিতে আগুন ধরিয়েছেন তিনি।

-

বাজি ফাটানোর শেষে পাপারাজ্জিদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতাও সেরেছেন শার্লি‌ন। সবশেষে হাসিমুখে সকলের হাতে তুলে দিয়েছেন মিষ্টির প্যাকেট। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত