Viral video: প্রকাশ্যে অনুষ্কার বেবি বাম্পের ছবি, দ্বিতীয়বার বাবা হচ্ছেন বিরাট

Published : Nov 10, 2023, 04:07 PM IST
Anushka sharma

সংক্ষিপ্ত

সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে কালো শর্ট ঢিলে পোশাকে দেখা গিয়েছে অনুষ্কাকে। বিরাটের সঙ্গে হাঁটছিলেন তিনি। আর এই ভিডিওতে স্পষ্ট তার বেবি বাম্প।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে বিরাট ও অনুষ্কার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হবে অনুষ্কা। কদিন আগে মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা গেল বিরাট অনুষ্কাকে। আর সে সময় কোহলি দম্পতি তাঁদের ছবি প্রকাশ না করার জন্য বারে বারে পাপারাৎজি-দের অনুরোধ করেন। তবে, অনুষ্কার চেহারায় এখনই তেমন পরিবর্তন দেখা না গেলেও শোনা যাচ্ছে তিন মাসের বেশি অন্তঃসত্ত্বা সে। এবর সেই গুজবই সত্য বলে প্রমাণিত হল।

সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে কালো শর্ট ঢিলে পোশাকে দেখা গিয়েছে অনুষ্কাকে। বিরাটের সঙ্গে হাঁটছিলেন তিনি। আর এই ভিডিওতে স্পষ্ট তার বেবি বাম্প। এবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নেদাপল্যান্ডসের বিরুদ্ধে দলের শেষ গ্রুপ পর্বের ম্যাচের আগে বিরাট সেখেন পৌঁছায় অনুষ্কাকে সঙ্গে নিয়ে। সেখানেই ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যায় অনুষ্কার বেবি বাম্প। এক ব্যক্তি এই ভিডিও শেয়ার করেন। আর ক্যাপশনে লেখেন অভিনন্দন বিরাট ও অনুষ্কা। তারপরই ঝড়ের বেগে ভাইরাল হয় ভিডিও। তাদের সকল ভক্ত শুভেচ্ছা জানান। কেউ লেখেম অনুষ্কা সত্যিই গর্ভবতী। তেমনই কেই লেখেন ভামিকা সত্যিই ভাই বা বোন পাবে। তেমনই কেউ অভিনন্দন জানান তাদের। আবার কেউ বলেন, বিশ্বকাপের মধ্যে এমন কথা বিরাট দম্পতি ঘোষণা করবে বলে তারা মনে করেন না।

 

 

বিরাট ও অনুষ্কা একটি কন্যা সন্তান আছে। ভাবিকাকে তারা সব সময়ই রাখে লাইম লাইট থেকে দূরে। ভামিকার জন্মের আগেও সেভাবে গর্ভবাস্থার কথা প্রকাশ্যে আসেনি। প্রায় অনেক খানি সময় পার করার পর নিজের গর্ভাবস্থার কথা জানান অনুষ্কা শর্মা। এবারও মনে হচ্ছে হতে চলেছে এমনটাই।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

দিওয়ালি ধাকামা হবে সলমন খানের টাইগার ৩? পাঠানের তুলনায় কতটা পিছিয়ে স্পাই থ্রিলার

বাঙালির আবেগে আঘাত, ‘কারার ওই লৌহ কপাট’ গান গেয়ে বিতর্কে জড়ালেন এ আর রহমান

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

প্রায় ২ বছর পর শ্যুটিং ফ্লোরে, নতুন ছবির কাজ শুরু করলেন বলি তারকা কঙ্গনা
শাহরুখ খানের জওয়ান ছবিকে টেক্কা, জেনে নিন আপাত্ত কত আয় করল 'ধুরন্ধর'