AI-র দৌলতে দেখুন শিব তান্ডব, এই ভিডিও মুহূর্তে মন কাড়বে সকল দর্শকদের

বর্তমানে বিনোদন জগতে পা রেখেছে AI। প্রায়শই তাদের তৈরি করে ছবি ভাইরাল হয়। সেলেবদের ছবি থেকে সিনেমার দৃশ্য নিজের মতো করে তৈরি করে থাকে AI। সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা তৈরি হয়েছে AI (Artificial Intelligence) দ্বারা।

পৌরানিক কাহিনিতে শিবের তান্ডবের কথা বারে বারে উঠে এসেছে। মহাদেব রুষ্ট্র হলে তান্ডব করেন, সে কথা সকলে কাহিনিতে পড়ে এসেছি। বহুবার ছবির পর্দায় তা তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালকেরা। এবার সে উদ্যোগ নিল AI।

বর্তমানে বিনোদন জগতে পা রেখেছে AI। প্রায়শই তাদের তৈরি করে ছবি ভাইরাল হয়। সেলেবদের ছবি থেকে সিনেমার দৃশ্য নিজের মতো করে তৈরি করে থাকে AI। সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। যা তৈরি হয়েছে AI (Artificial Intelligence) দ্বারা। এবার তাদের দৌলতে দেখতে পারেন শিবের তান্দব।

Latest Videos

একজন শিল্পী এই চমৎকার ভিডিও তৈরি করেছেন AI-র সাহায্যে। ভিডিওতে মুহূর্তে হয়েছে ভাইরাল। বিখ্যাত নৃত্যশিল্পী দ্রুবো সরকার এই নাচ পরিবেশ করেছেন। আর সে ভিডিও তৈরিতে সাহায্য নেওয়া হয়েছে AI (Artificial Intelligence)-র।

এই ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রামে সাইকেডেলিক আর্ট নামে একজন শিল্পী শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন শিবের সৃষ্টির নৃত্য। হিন্দু পুরান অনুসারে শিবের এই নৃত্যের বিশেষ ভূমিকা আছে। যে কারণে তাঁরে নটরাজ বলেও চিহ্নিত করা হয়। তাঁর নৃত্যকে ধ্বংসের প্রতীক বলা হয়। তাঁর নৃত্য শান্ত আনন্দ তান্ডব থেকে জ্বলন্ত রুদ্র তান্ডব- র আখ্যা দেওয়া হয়ে থাকে।

 

 

কথিত আছে, শিব যখন রুষ্ট্র হন তখন তিনি নিজের নটরাজ রূপের প্রকাশ করেন। মহাকাব্য অনুসারে, এই নটরাজই নৃত্যের প্রবর্তক। এর পাশাপাশিই সমগ্র বিশ্বই নটরাজের নৃত্যের স্থান। তবে, তিনি শুধু তান্ডব নৃত্য করতেন না নয়। কখনও শান্ত আনন্দ নৃত্যও করতেন। কথিত আছে, শিবের এই নটরাজ নৃত্যের সময় ভক্তের সকল মনের ইচ্ছা পূরণ করেন। অনেক স্থানে শিবের এই নটরাজ রূপের পুজো করা হয়। শিবের সঙ্গে সম্পর্কযুক্ত দুটি নৃত্যের নাম হল তান্ডব ও লাস্য। তান্ডব হল ধ্বংসাত্মক ও পুরুষালি নৃত্য। এই সময় তিনি কাল-মহাকাল বেশে বিশ্বধ্বংসের উদ্দেশ্য নৃত্য করে থাকেন। আর লাস্য নৃত্য হলমধুক ও সুচারু নৃত্যকলা। এই নৃত্যকে নারীসুলভ বিকল্প বলেও মনে করা হয়।

সে যাই হোক, সদ্য বিখ্যাত শিল্পী শিবের এই ডান্ডব নৃত্য প্রদর্শন করেছেন। যা AI দ্বারা তৈরি করা হয়েছে। আর তা মুহূর্তে হয়েছে ভাইরাল। এর আগে AI দ্বারা তৈরি করা ছবি ভাইরাল হয়েছে। এবার ভিডিও নজর কাড়ল সকলের। এক ঝলকে দেখে নিন এই বিশেষ ভিডিওটি।

 

আরও পড়ুন

অবশেষ পা রেখেছে ১০০ কোটির ঘরে, জেনে নিন এখনও পর্যন্ত কত আয় করল OMG 2

Disha Patani: বিশেষ বন্ধুর হাতে দিশার ট্যাটু, শুধু বন্ধুত্বের জোড়েই এত কসরত

Deepika Padukone: আঙুল তুলে চিত্রগ্রাহককে ধমক! প্রচণ্ড রেগে গেলেন দীপিকা পাড়ুুকোন

 

Share this article
click me!

Latest Videos

Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
'চোখের সামনে সব শেষ হয়ে গেল, পারলাম না বাঁচাতে!' শোকের ছায়া এলাকায় | Pathar Pratima Blast Update
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News