
সদ্য কফি উইথ করণ শো-তে হাজির হয়েছিলেন শ্বেতা বচ্চন। আর সেখানে এসেই ঐশ্বর্যের নামে বেফাঁস বলে ফেলনেন শ্বেতা। ভাই-র বউ ঐশ্বর্যের সঙ্গে তাঁর সম্পর্ক যে একেবারেই ভালো নয়, তা সকলেরই জানা। এবার প্রকাশ্যে সে কথা স্বীকার করলেন শ্বেতা রাই বচ্চন।
ভাইরাল হওয়া কয়টি ক্লিপিংসে দেখা গিয়েছে বিতর্কিত কথা বলেছেন শ্বেতা। শো-তে করণ শ্বেতাকে প্রশ্ন করে কে ভালো অভিনেতা ঐশ্বর্য নাকি অভিষেক? উত্তরে শ্বেতা বলেন, অভিষেক। তেমনই করণ প্রশ্ন করেন, ঐশ্বর্যের একটি খারাপ গুণের কথা। উত্তরে শ্বেতা বলেন, সে পাল্টা ফোন করতে অনেক বেশি সময় নেয়। তেমনই প্রশ্ন করেন, ঐশ্বর্যের কোন স্বভাব তাঁর পছন্দের। উত্তরে শ্বেতা বলেন, ঐশ্বর্য নিজেরে তৈরি করেছে। সে একজন ভালো মা। সে খুবই আত্মবিশ্বাসী।
২০০৭ সালে বিয়ে হয় ঐশ্বর্য ও অভিষেকের। ধুমধাম করে হয়েছিল বিয়ে। তারপর থেকে সেভাবে কাজ করেননি ঐশ্বর্য। তারপর বেশ কিছুদিন পর বলিউডে কামব্যাক করেন। একের পর এক ছবি করলেও সেভাবে হিট দেননি। বর্তমানে আবার দক্ষিণী ছবিতে কাজ করছেন ঐশ্বর্য। এদিকে শেষ কয় মাস ধরে খবরে বচ্চন পরিবারে দ্বন্দ্ব। জানা গিয়েছে, সম্পত্তির ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে অশান্তি। তেমনই শ্বেতা নাকি এখন বচ্চনদের বাড়িতেই থাকেন। বিচ্ছেদ হয়েছে তাঁর। আর তার কারণেই নাকি অশান্তি লেগেছে বচ্চন পরিবারে। বর্তমানে মেয়েকে নিয়ে মা বৃন্দা রাই-র বাড়ি চলে গিয়েছেন ঐশ্বর্য। এমনই খবর সর্বত্র। এরই মাঝে হঠাৎ করে আরাধ্যায়র স্কুলের অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায় ঐশ্বর্য ও অভিষেককে। তাদের আচরণ এদিন বেশ স্বাভাবিক ছিল। সে কারণে আদৌ তাদের বিচ্ছেদ হচ্ছে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন
বিয়ের ৩ দিনের মাথায় অষ্টমঙ্গলার নিয়ম পালন করলেন দর্শনা, ভাইরাল ভিডিও
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।