
খবরে শিরোনামে উঠে এলেন ছবি মিত্তাল। তবে, কোনও কাজ নয়। বরং, এক বিপদের কাহিনি নিয়ে তিনি এলেন খবরে। সোশ্যাল মিডিয়া হোক কিংবা ছোট পর্দায় বেশ পরিচিত মুখ ছবি মিত্তাল। নানান ভাবে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে থাকেন তিনি। এবার এই অভিনেত্রী পড়লেন বিপদে।
সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে কালো রঙের পোশাকে দেখা যাচ্ছে নায়িকাকে। দেখা যায় হঠাৎ করে তাঁর চুলে আগুন গেলে যায়। করণ গ্রোভার হাত দিয়ে সেই আগুন নেভায়। বিপদ থেকে উদ্ধার করেন ছবি মিত্তালকে। এরপর করণকে ধন্যবাদ দিতে দেখা গিয়েছে ছবিকে। অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছেন ছবি মিত্তাল। চুলে আগুন গেলে বিশাল বড় কান্ড হতে পারত। কিন্তু, বিপদ থেকে পেয়েছেন মুক্তি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা মুহূর্তে হয়েছে ভাইরাল। যা দেখে অবাক হয়েছেন সকলে। কাজের মাঝে এমন বিপদ ঘটতে পারে তা আশা করেননি কেউই।
এদিকে চলতি বছরের শুরু দিকে খবরে এসেছিলেন ছবি মিত্তাল। জানা গিয়েছিল, স্তন ক্যান্সারে আক্রান্ত তিনি। এই খবর মুহূর্তে হয়েছিল ভাইরাল। তারপর নিজের একটি ছবি পোস্ট করেন নায়িকা। তাঁর সেই ছবি ঘিরে তৈরি হয় বিতর্ক। ছবিতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল নায়িকাকে। যা দেখে অনেকেই নানান মন্তব্য করেন। প্রশ্ন ওঠে তাঁর স্তন নিয়ে। সেই ছবিতে স্পষ্ট ছিল তাঁর ক্লিভেজ। তা দেখে একজন লেখেন, আমি ভাবতাম কারও স্তন ক্যান্সার বলে স্তন কেটে বাদ দেওয়া হয়। এর কড়া উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। কেন এমন অসংবেদনশীল মন্তব্য করা হয়েছে তা প্রশ্ন করেন। সে যাই হোক, এবার দুর্ঘটনার কবলে পড়লেন নায়িকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
রাজ চক্রবর্তীর ছবিতে দেখা দেবেন মিঠুন, বড় খবর বাংলার দর্শকদের জন্য
‘বাঙালিরা জওয়ান ও অ্যানিম্যাল দেখেন কিন্তু জিৎ-দার মানুষ দেখেন না’: দেব
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।