Kangana Ranaut: কঙ্গনাকে চড়! আদৌ ঠিক না ভুল, কী বলছে বলিউডের অন্যান্য তারকারা?

Published : Jun 09, 2024, 12:52 PM ISTUpdated : Jun 09, 2024, 12:53 PM IST
Kangana Ranaut

সংক্ষিপ্ত

কঙ্গনাকে চড়! আদৌ ঠিক না ভুল, কী বলছে বলিউডের অন্যান্য তারকারা? 

কঙ্গনাকে সিআইএসএফ জওয়ানের চড় মারা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খের, শাবানা আজমি, শেখর ও অধ্যায়ন সুমন-সহ একাধিক বলিউড তারকা।

কী বলছেন এই সব তাবড়,তাবড় অভিনেতারা?

এই নিয়ে মুখ খুলেছেন শাবানা আজমি। সামাজিক মাধ্যমে শাবানা আজমি লিখেছেন, "কঙ্গনা রানাওতের উপরে আমার সেরকম কোনও ভালবাসা নেই। কিন্তু তাঁকে হঠাৎ করে থাপ্পড় মারার বিষয়টি ঠিক মেনে নিতে পারলাম না। নিরাপত্তারক্ষীরাই যদি নিজের হাতে আইন তুলে নেয়। তাহলে আমরা তো কেউই নিরাপদে থাকব না"

এই নিয়ে নিজের মতামত দিয়েছেন অনুপম খেরও। অনুপম বলছেন, " একজন মহিলা হয়ে কীভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করে আরেকজন মহিলাকে চড় মারা যেতে পারে! এটা অন্যায়, এটার আইনি তদন্ত করা উচিত। কারোর কোনও বিষয়ে অভিযোগ থাকতেই পারে, তবে ক্ষমতার সুযোগ নিয়ে এটা করা উচিত নয়।'

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত