সোনম জানান, একমাত্র গর্ভাবস্থাকালীন রেখা ছাড়া আমার শরীরে কোনও স্ট্রেচ মার্ক নেই। আমি এই প্রোডাক্ট দুটোই ব্যবহার করতাম। যার ছবিও শেয়ার করেছেন সোনম কাপুর। দিনে তিন বার করে পেটে,বুকে, পিঠে, এগুলোই লাগাতাম। প্রচুর কোলাজেন পান করেছি। ভিটামিন সি এবং প্রচুর প্রোটিন জাতীয় খাবার খেয়েছি।