জিয়াকে নিয়ে গোপন কথা জানাতে চান সূরজ, তথ্যচিত্র অংশ নিতে আগ্রহী আদিত্য পুত্র

Published : Jul 11, 2023, 06:39 AM IST
Sooraj Pancholi

সংক্ষিপ্ত

বললেন, জিয়াকে নিয়ে তথ্যচিত্র তৈরি হলে তাতে কাজ করতে প্রস্তুত তিনি।

জিয়া খান আত্মহত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছিলেন সূরজ পাঞ্চোলি। জানা গিয়েছিল, সঠিক তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছিলেন আদিত্য পাঞ্চোলির পুত্র সূরজ। প্রভাবের অভাবের কারণে আদালত ক্লিনচিট দিয়েছিল সূরষ পাঞ্চোলিকে। মুম্বইয়ের বিশেষ আদালতের বিচারক এএস সাইয়িদ এমনটাই জানান সো সময়। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সঠিক সাক্ষ্য প্রমাণ মেলেনি।

এদিকে জিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০১৩ সালে ৩ মে মুম্বইয়ের ফ্ল্যাটে মেলে তাঁর ঝুলন্ত দেহ। এরপরই শুরু হয় নানান জল্পনা। মামলা দায়ের হয়েছিল সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। কারণ সুরজের সঙ্গে সম্পর্কে ছিলেন জিয়া। আত্মহত্যার প্রচোরনা দেওয়ার মামলা দায়ের হয়েছিল সূরজের বিরুদ্ধে। ১০ বছর পর সেই মামলায় রায় বের হয়।

সে যাই হোক, এবার জিয়াকে নিয়ে তথ্যচিত্র তৈরির কথা জানানলেন সূরজ। সদ্য তিনি জানান, জিয়াকে নিয়ে তথ্যচিত্র তৈরি হলে তাতে কাজ করতে প্রস্তুত তিনি। তিনি বলেন, যদি এমন কোনও কিছু তৈরি হয়, তাহলে আমি তাতে অংশ নিতে রাজি। আমি অন্তত আমার দিকটা তুলে ধরতে পারব। এমন অনেক বিষয় আছে, যা এখনও কেউ জানেন না। আমি সেগুলো নিয়েও কথা বলতে চাই। তবে, আপাতত জিয়াকে নিয়ে তথ্য চিত্র তৈরির কোনও নিশ্চিত খবর মেলেনি। তাই সূরজ পাঞ্চোলি কোন উদ্দেশ্যে এমন তথ্যচিত্রের কথা বললেন, তা জানতে উদগ্রীব সকলে। তিনি কোন সত্য তুলে ধরতে চান, তা কারও কাছে স্পষ্ট নয়।

এদিকে সদ্য বিগবস ওটিটি ২-তে প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার কথা ছিল সূরজের। বলিউডে তিনি বেশ পরিচিত মুখ। বলিউড হিরো হিসেবে তেমন নাম করতে না পারলেও জিয়া খান মৃত্যু মামলার কারণে সকলেরই তাঁকে ভালো করে চেনেন। হয়তো এই পরিচিতির জন্যই বিগ বসের ঘরে তিনি যাবেন, এমন শোনা গিয়েছিল। কিন্তু, এই প্রসঙ্গে সোজাসুজি না করে দিয়েছেন সূরজ। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি কখনও কোনও রিয়েলিটি শো-তে অংশ নেব না। আমি জানি বিগবস খুবই জনপ্রিয়। কিন্তু, আমি কোনও রিয়েলিটি শো-তে অংশ নিতে চাই না। আমার কাছে কোনও প্রস্তাব আসেনি। এতদিন মামলা চলছিল বলে আবার কোথাও যাওয়া আসায় নিষেধাজ্ঞা ছিল। সে কারণে একাধিক ছবির কাজ হাতছাড়া হয়েছে। সে যাই হোক, সূরজ পাঞ্চোলিকে ফের কোন ছবিতে দেখা যায় তা সময়ই বলবে।

 

আরও পড়ুন

Shruti Das-Swornendu Samaddaar: টলিপাড়ায় বাজল সানাই, অবশেষে বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু

Trina Saha: নীল পোশাকে উঁকি মারছে ক্লিভেজ, বডিহাগিং আউটফিটে ভাইরাল তৃণার হট লুক

Mouni Roy: প্রিন্টেড শর্ট ড্রেসে চুঁইয়ে পড়ছে যৌবন, উষ্ণতার পারদ চড়িয়ে নেট দুনিয়ায় আগুন ধরালেন মৌনি

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত