Sooraj Pancholi: ধর্ম-কর্মে আগ্রহ সূরজ পাঞ্চোলির, ভাইরাল গুরুদুয়ারের ছবি

Published : May 04, 2023, 02:55 PM IST
Sooraj pancholi Filmography

সংক্ষিপ্ত

ছবিতে দেখা যাচ্ছে গুরুদুয়ারের দিকে তাকিয়ে প্রণাম করছেন সূরজ পাঞ্চোলি। ছবির ক্যাপশনে শুধু হাত জোড় করা ইমোজি।

আইনী মামলা থেকে মুক্তি পেতে তীর্থে গেলেন সূরজ পাঞ্চোলি। একে একে মুন্দির পরিদর্শন করছেন তিনি। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির থেকে দিল্লির গুরুদুয়ার মন্দির পরিদর্শন করলেন সূরজ। দিল্লির বিখ্যাত বাংলা সাহেব গুরুদুয়ারে দেখা গেল সূরজকে। তার আগে মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন সূরজ। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সূরজের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, দিল্লির বিখ্যাত বাংলা সাহেব গুরুদুয়ারের সামনে দাঁড়িয়ে তিনি। গুরুদুয়ারের জলে হাত দিচ্ছেন। অপর ছবিতে দেখা যাচ্ছে গুরুদুয়ারের দিকে তাকিয়ে প্রণাম করছেন সূরজ পাঞ্চোলি। ছবির ক্যাপশনে শুধু হাত জোড় করা ইমোজি।

এই ছবি ভাইরাল হতেই উঠেছে নানান প্রশ্ন। কেন সূরজ মন্দির পরিদর্শন করছেন তা জানতে চান সকলে। অনেকেই মনে করছেন জিয়া খান আত্মহত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার কারণে এমন মন্দির পরিদর্শনে গিয়েছেন সূরজ। আবার কেউ ভাবছেন এক পিছনে অন্য রহস্য।

সম্প্রতি, অভিনেত্রী জিয়া খান আত্মহত্যার রায় ঘোষণা হল। এই মামলায় বেকসুর খালাস পেলেন সূরজ পাঞ্চোলি। জানা গিয়েছে, সঠিক তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস পেলেন আদিত্য পাঞ্চোলির পুত্র সূরজ।

জিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত ছিলেন সূরজ পাঞ্চোলি। ২০১৩ সালে ৩ মে মুম্বইয়ের ফ্ল্যাটে মেলে জিয়ার ঝুলন্ত দেহ। এরপরই শুরু হয় নানান জল্পনা। মামলা দায়ের হয়েছিল সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে। জিয়া অল্প দিনে পেয়েছিলেন সাফল্য। কেরিয়ারের শুরুতেই আমির খান থেকে অমিতাভ বচ্চনের মতো স্টারের সঙ্গে কাজ করেছেন। ফিল্মি দুনিয়া পা দেওয়ার পর আদিত্য পাঞ্চোলির পুত্র সূরজের সঙ্গে সম্পর্ক হয়। সম্পর্কের টানাপোড়েনের কারণেই সে আত্মহত্যা করেছে বলে দাবি ছিল তার পরিবারের। জিয়ার মৃতদেহের সঙ্গে একটি চিঠি পাওয়া যায়। যেখানে জিয়া লিখেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি লিখেছিলেন, ‘আমি অনেক স্বপ্ন দেখেছিলাম তোমার সঙ্গে এক সঙ্গে থাকার। আমার সব স্বপ্ন ভেঙে গেল।’ অনেকেই সে সময় বলেন, সুরজের সঙ্গে অশান্তির জেড়েই আত্মহত্যা করেছিলেন জিয়া। কিন্তু, এখনও পর্যন্ত তা প্রমাণিত হয়নি। ১০ বছর পর বেকসুর খালাস পেলেন সূরজ। তারপর সূরজ জানান, সত্যের জয় হয়েছে। এমনকী, এও বলেন জিয়ার কঠিন সময় তাঁর পরিবারই তাঁর সঙ্গে দেয়নি। সে সময় তিনি পাশে ছিলেন। তিনি নাকি জিয়ার পরিবারকে জানিয়েছিলেন সে অবসাদে রয়েছে।

 

আরও পড়ুন

Soha Ali Khan: সোহা আলি খানের মতো জেল্লা পাবেন এই তিন উপায়, রইল নায়িকার বিউটি সিক্রেট

সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি Followers এদের, রইল ছোট পর্দার নায়িকার কথা

Priyanka Chopra: নাকের আকৃতির জন্য হাতছাড়া হয়েছিল একাধিক ছবি, জানালেন কেন সার্জারি করিয়েছিলেন প্রিয়াঙ্কা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য