Priyanka Chopra: নাকের আকৃতির জন্য হাতছাড়া হয়েছিল একাধিক ছবি, জানালেন কেন সার্জারি করিয়েছিলেন প্রিয়াঙ্কা

Published : May 04, 2023, 08:35 AM IST
Priyanka Chopra Fashion

সংক্ষিপ্ত

নাকের অপারেশন করতে গিয়েই বিপাকে পড়েন প্রিয়াঙ্কা। ডাক্তারের ভুলের কারণে নাকের আকৃতি অদ্ভুত হয়ে যায়। ফলে হাত ছাড়া হয়েছিল তিনটি ছবি।

রূপোলি পর্দায় পা রাখার পর নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেন তারকারা। আরও সুন্দর হয়ে উঠতে করে নানান সার্জারি। কখনও নাকের ঠোঁটের অপাশেরন, কখনও ত্বক ফরসা দেখাতে বিভিন্ন ট্রিটমেন্ট তো কখনও নাকের অপারেশন। বলিউডে নায়িকাদের নাকের অপারেশন বিষয়টি খুবই সাধারণ বিষয়। কিন্তু, এই নাকের অপারেশন করতে গিয়েই বিপাকে পড়েন প্রিয়াঙ্কা। ডাক্তারের ভুলের কারণে নাকের আকৃতি অদ্ভুত হয়ে যায়। ফলে হাত ছাড়া হয়েছিল তিনটি ছবি।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নাকের সার্জারি প্রসঙ্গে জানান প্রিয়াঙ্কা। বলেন, নাকে থাকা পলিপ সরানোর জন্য নাকের অপারেশন করতে হয়েছিল তাঁকে। কিন্তু, অপারেশন করতে গিয়ে ডাক্তার তাঁর নাকের ব্রিজ উড়িয়ে দেন। এরপরই নাক বেঁকে যায়। এই নাক বেঁকে যাওয়ার কারণে প্রায় তিনটি ছবি হাত ছাড়া হয়েছিল তাঁর। নাক বেঁকে যেতে তাঁকে দেখতে অদ্ভুত লাগছিল। যা দেখে তিনি নিজেই ভয় পেয়ে যান। এই পরিস্থিতি ঠিক করতেই তাঁকে নাকের অপারেশন করাতে হয়। নায়িকা জানান, সে সময় তিনি আতঙ্কিত ছিলেন। তিনি এতটাই আতঙ্কিত ছিলেন যে তাঁর বাবাকে অপারেশন থিয়েটারে থাকতে বলেছিলেন। সেই অপারেশনের পর তিনি স্বাভাবিক চেহারা ফেরত পান।

বর্তমানে হলিউডে জমিয়ে কাজ করছেন প্রিয়াঙ্কা। সেখানেই পেতেছেন নতুন সংসার। সোরাগেসির মাধ্যমে মাও হয়েছেন তিনি। কদিন আগে নিকা মুকেশ আম্বানী সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। নিক ও মালতী এসেছিল তাঁর সঙ্গে। ভারতে আসার পর পপারাৎজি-দের ক্যামেরার সামনে মেয়েকে নিয়ে পোজ দিয়ে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। তারপর মেয়েকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন তিনি। প্রায়শই মেয়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মেয়ে মালতি মেরি-র প্রথম ইস্টারের ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা। তেমনই সদ্য ভাইরাল হয়েছে তার ছবি। যেখানে দেখা যাচ্ছে, মন দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত মালতি মেরি।

এদিকে সম্প্রতি মিট গালাতে দেখা যায় প্রিয়াঙ্কা ও নিককে। দুজনের এসেছিলেন কালো রঙের পোশাকে। প্রিয়াঙ্কা পরেছিলেন কালো গাউন। আর নিক পরেছিলেন কালো স্যুট। সকলের নজর কাড়েন তারা। এদিন প্রিয়াঙ্কার নেকলেস সকলের নজর কাড়ে। কালো পোশাকের সঙ্গে গলায় একটি নেকপিস পরেছিলেন। যা দাম ২০৪ কোটি টাকা। এই হিরের হার পড়েছিল সকলের নজরে। সঙ্গে কানে ছিল ম্যাচিং দুল। সব মিলিয়ে তাঁর লুক ছিল বেশ আকর্ষণীয়।

 

আরও পড়ুন

Parambrata Chatterjee: মগজাস্ত্রের সঙ্গে সঙ্গে ফেলুদার এখন নতুন সঙ্গী লেটেস্ট আইফোন, একান্ত আড্ডায় আর কি বললেন

ক্যাটরিনা কাইফ কি প্রেগন্যান্ট? নাকি, ভিকির সাথে সম্পর্কের মাঝে এসে পড়েছেন সালমান খান

Parambrata Chatterjee: 'ফেলুদা একজন আন্তর্জাতিক বাঙালি', সাবাশ ফেলুদা নিয়ে আড্ডায় অকপট পরমব্রত চট্টোপাধ্যায়

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

দৃশ্যম ৩-এ থাকছেন না অক্ষয় খান্না? ছবিতে জয়দীপ আহলাওয়াত-র এন্ট্রি নিয়ে জল্পনা তুঙ্গে
New Year 2026 Party: এই ৮টি গানে জমবে আসর, প্লে লিস্টে অ্যাড করুন