বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এই অভিনেতা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তিনি কি বাঙালি হয়ে উঠতে পারবেন?

সিনেমায় সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে দোনোমনা চলছিলই। শোনা গিয়েছিল যে, স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের চরিত্রে অভিনয় করার জন্য পছন্দ করেছেন অভিনেতা রণবীর কাপুরকে। সেই জল্পনায় দাঁড়ি টানলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা। 

কবি সুবোধ সরকারের ‘বেহালার ছেলেটা’ আজ জায়গা করে নিতে চলেছে ভারতীয় সিনেমা জগতের পর্দায়। সঞ্চালক, ভাষ্যকার ইত্যাদি বিভিন্ন অবতারে ভারতবাসীর মন আগেই হয় করে নিয়েছিলেন বাঙালির মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় অধিনায়ককে ‘যোদ্ধা রাজপুত্র’-এর আখ্যাও দিয়েছেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। এতও উন্মাদনা যাঁকে নিয়ে, সেই ‘দাদা’-র জীবনের উত্থান-পতন তো সত্যি সত্যিই এক সিনেমার কাহিনীর মতো। তাই, তাঁর জীবনীকেই লক্ষ্য রেখে একটা গোটা চলচ্চিত্র তৈরি করে ফেলার কথা ভেবেছিলেন প্রযোজকরা। প্রায় এক বছর ধরে সেই প্রস্তুতি চলে আসলেও সিনেমায় সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে দোনোমনা চলছিলই।

কানাঘুষোয় শোনা গিয়েছিল যে, স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের চরিত্রে অভিনয় করার জন্য পছন্দ করেছেন অভিনেতা রণবীর কাপুরকে। সেই জল্পনা চলাকালীন এবছর ফেব্রুয়ারি মাসে রণবীর কাপুর কলকাতায় এসেছিলেন, এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। দুজনের মধ্যে ক্রিজে ছোটোখাটো ক্রিকেটের ম্যাচও হয়ে গিয়েছিল বলে জানা যায়। রণবীরই প্রধান চরিত্রে অভিনয় করছেন বলে অনেকখানি নিশ্চয়তা পাওয়া গেলেও পরে সেই ধুয়ো ধামাচাপা পড়ে যায়। তারপর বেশ কয়েক মাস সৌরভের বায়োপিক তৈরির কথা প্রকাশ্যে আসেনি।

Latest Videos

সেপ্টেম্বরের শুরুতে জানা গেল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক অবশ্যই তৈরি হচ্ছে। সেই সম্পর্কে অবগত রয়েছেন বাংলার রাজপুত্র নিজেও। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই শুরু হচ্ছে তাঁর জীবনী নিয়ে সিনেমা তৈরির কাজ। আর, প্রধান চরিত্রে, অর্থাৎ, স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের বর্তমান ‘হিট লিস্ট’-এ থাকা জাতীয় পুরস্কারজয়ী এবং সর্বোপরি দর্শকদের মন জয় করে নেওয়া ভিন্ন ধারার অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। এর আগে ২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায় পরিণীতি চোপড়ার বিপরীতে আয়ুষ্মানকে বেশ খানিকটা সহজ সরল বাঙালির তরুণের রূপে দেখা গিয়েছিল। সেই সিনেমার পর ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র চরিত্রে তিনি আরও কতটা বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে পারেন, সেকথা অবশ্য সবচেয়ে ভালো বলতে পারবেন বাঙালির ‘দাদা’ নিজেই।

আরও পড়ুন-

Mimi Chakraborty: শাড়িতেই তিনি তন্বী, সোশ্যাল মিডিয়ায় ফের মোহময়ী মিমি
Praggnanandhaa News: রাজা-রানির দৌড়ে নরেন্দ্র মোদী, স্বয়ং প্রজ্ঞানন্দর সাথে গজবাজির ভেলকি
'রূপসাগরে মনের মানুষ' সিরিয়ালে একের পর এক চমকদার মোড়, চলতি সপ্তাহে কী কী থাকছে?

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?