‘ঝুমে জো পাঠান’ গানে কিং খানের পারফরমেন্স নজর কাড়ল সকলের, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Apr 02, 2023, 10:47 AM IST
shahrukh khan pathaan strom srk shake box office 10 times with these films  have a look KPJ

সংক্ষিপ্ত

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন পারফর্ম করেন এসআরকে। ‘ঝুমে জো পাঠান’ গানে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। তবে, একা শাহরুখ নয়। সঙ্গে বরুণ ধাওয়ান ও রণবীর সিং পা মেলালেন এই গানে।

চলছে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠান। উদ্বোধনের দিন গিগি হাদিদ, টম হল্যান্ড, জেন্ডায়া, সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের মতো তারকারা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে নানান ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

এদিকে কাল ছিল দ্বিতীয় দিন। আর কাল সকলের নজর কাড়লেন কিং খান। দ্বিতীয় দিনে শুধু শাহরুখ উপস্থিত-ই হননি। সঙ্গে তাঁর পারফরমেন্স পুজো অনুষ্ঠানে যোগ করেছে আলাদা উন্মাদনা। কার তাঁর উপস্থিতি সকলের জন্য ছিল সারপ্রাইজ। কারণ তিনি যে আসবেন তা আগে থেকে কেউ জানত না। তাই তাঁকে হঠাৎ করে দেখে সকলেই পেয়েছিলেন চমক। তেমনই মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন পারফর্ম করেন এসআরকে। ‘ঝুমে জো পাঠান’ গানে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। তবে, একা শাহরুখ নয়। সঙ্গে বরুণ ধাওয়ান ও রণবীর সিং পা মেলালেন এই গানে। মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠানের দ্বিতীয়দিনে শাহরুখের পারপরমেন্স ছিল নজর কাড়া। কালো রঙের পাঠান শুটে মঞ্চে হাজির হয়েছিলেন কিং খান। পায়ে ছিল কালো বুট। চলছিল বরুণ ধাওয়ান ও রণবীর সিং-র পারফরমেন্স। এরই মাঝে হঠাৎ হাজির হন শাহরুখ। শুরু হয়, ‘ঝুমে জো পাঠান’-র টাইটেল ট্র্যাক আর সেই গানে জমিয়ে পারফর্ম করেন সিং খান। সঙ্গে যোগ দেন বরুণ ধাওয়ান ও রণবীর সিং।

এদিকে, মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধনের অনুষ্ঠানের প্রথম দিন নৃত্য পরিবেশন করেছিলেন নীতা আম্বানি। লাল রঙের লেহেঙ্গা পরে সেদিন মঞ্চে হাজির হন নীতা। রাম-বন্দনা পরিবেশন করতে দেখা যায় তাঁকে। রঘুপতি রাঘর রাজা রাম... গানে নৃত্য পরিবেশন করেন নীতা আম্বানি। শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানে নীতার পরিবেশন নজর কেড়েছিল সকলের। সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তা ভাইরাল হয় মুহূর্তে। নীতা আম্বানির নৃত্য দক্ষতা সকলেরই জানা। আর তাঁর পারফরমেন্স যে সকলের নজর কাড়বে তা বলার অপেক্ষা রাখে না। সে যাই হোক, এখন খবরের শিরোনামে রয়েছে মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-র উদ্বোধন। তারকা সমারহ ঘটছে এখানে। একের পর এক সেলেবরা হাজির হয়েছেন নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার-এ। যার ছবি চাক্ষুস করেছেন সকলেই।

 

আরও পড়ুন

আন্তর্জাতিক প্রোজেক্টে কাজের সুযোগ পেলেন ইশান খট্টর, কাজ করবেন নিকোল কিডম্যানের সঙ্গে

রাঘব মুম্বই থেকে ফিরতেই আপ নেতার বাড়িতে পৌঁছলেন পরিণীতি, তবে কি বিয়ের তোড়জোড় শুরু?

কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার, কার মাথায় উঠল 'সেরার সেরা'-র মুকুট, দেখে নিন সেরা দশে কারা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?