প্রতিযোগিতা এড়াতেই নতুন পদক্ষেপ? পিছিয়ে যেতে পারে শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তির দিন

Published : Oct 13, 2023, 11:37 AM ISTUpdated : Oct 13, 2023, 11:38 AM IST
Prabhas Saalar Vs Shahrukh Khan Dunki

সংক্ষিপ্ত

শোনা যাচ্ছে, পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির দিন। তবে, শেষ পর্যন্ত কবে মুক্তি পাবে ছবিটি তা এখনও জানা যায়নি।

চলতি বছরে দুটি ধামাকা দিয়েছেন বাদশা। বছরের শুরুতে মুক্তি পেয়েছে পাঠান। সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল বক্স অফিসে। ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরে মুক্তি পায় জওয়ান। ছবি মুক্তির এক মাস পার হলেও এখনও রেকর্ড গড়ে চলেছে ছবিটি। এরই মাঝে এসেছিল নতুন ছবির খবর। বেশ কিছুদিন ধরে এই নতুন ছবি নিয়ে খবরে শাহরুখ খান।

আগা জানা গিয়েছিল, ডানকি মুক্তি পাবে ২২ ডিসেম্বর মাসে। সালার ছবির দিন মুক্তি পাওয়ার কথা ছিল ডানকি ছবির। এক সঙ্গে বক্স অফিসে পা রাখার কথা প্রভাস ও শাহরুখ। কিন্তু, শোনা যাচ্ছে বদল হচ্ছে এই হিসেব। শোনা যাচ্ছে, পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির দিন। ২০২৪ সালে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ডানকি। তবে, এখনও এই বিষয় নিশ্চিত খবর মেলেনি। শোনা যাচ্ছে, পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির দিন। তবে, শেষ পর্যন্ত কবে মুক্তি পাবে ছবিটি তা এখনও জানা যায়নি।

৫০০ কোটি বাজেটের এই ছবি। রাজকুমার হিরানির পরিচালনায় এবার বক্স অফিসে পা দেবেন শাহরুখ খান। এই ছবি দিয়ে তৃতীয়বার বক্স অফিসে পা রাখার কথা ছিল শাহরুখের। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অভিজাত জোশি। সাধারণ মানুষের গল্প রয়েছে ছবিতে। জানা গিয়েছে, কমেডি জ্যঁরের ছবি এটি। ছবিতে আবেগ ও কমেডি রয়েছে। ছবিতে শাহরুখ ছাড়াও থাকছেন তাপসী পান্নু, দিয়ে মির্জা, বোম্যান ইরানির মতো তারকারা। এক কথায় বিস্তর ঝটকা নিয়ে আসছে শাহরুখ অভিনীত ডানকি। তবে, এবার পিছিয়ে যেতে পারে ছবির মুক্তির দিন।

 

আরও পড়ুন

Aarya 3: প্রকাশ্যে এল আরিয়া ৩-র ট্রেলার, রহস্য থেকে অ্যাকশন রয়েছে নানান চমক

Sriparna Roy: প্রকাশ্যে এল টলি নায়িকা শ্রীপর্ণা রায়ের বিয়ের দিন, রইল পাত্রের পরিচয়

সম্পূর্ণ শরীর ঢাকা গোলাপী পোশাকে, ফের অদ্ভুত পোশাক পরে শিরোনামে উরফি জাভেদ

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী