Aarya 3: প্রকাশ্যে এল আরিয়া ৩-র ট্রেলার, রহস্য থেকে অ্যাকশন রয়েছে নানান চমক

মুক্তি পাওয়া ট্রেলার জুড়ে রয়েছে শুধুই অ্যাকশন। রয়েছে এক মায়ের লড়াই। তেমনই আছে অন্ধকার দুনিয়ার ঝলক।

দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল আরিয়া ৩-র ট্রেলার। শীঘ্রই আসছে তৃতীয় সিজন। ৩ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই সিরিজ।

ফের একবার ওটিটি-তে দেখা দেবেন সুস্মিতা সেন। এক মায়ের কাহিনি নিয়ে আসছেন নায়িকা। মুক্তি পাওয়া ট্রেলার জুড়ে রয়েছে শুধুই অ্যাকশন। রয়েছে এক মায়ের লড়াই। তেমনই আছে অন্ধকার দুনিয়ার ঝলক। স্মাগলিং-র দুনিয়ার এক বিশেষ কাহিনি উঠে আসতে চলেছে সিরিজে।

Latest Videos

আরিয়া সিরিজ দিয়ে এক সময় ওটিটি-তে ব্যাপক সাড়া ফেলে ছিলেন সুস্মিতা সেন। এরপর মুক্তি পেয়েছে আরিয়া ২। এর এবার আরিয়া ৩ মুক্তির পালা। এবার প্রকাশ্যে এল সেই সিরিজের ট্রেলার। এই উপলক্ষে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান।

আন্ধেরিতে আইটিসি হোটেলে আয়োজিত হয় আরিয়া ৩-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। বৃহস্পতিবার ১২ অক্টোবর আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন সুস্মিতা সেন। সঙ্গে ছিলেন ছবির অন্যান্য সদস্যরা। কালো রঙের পোশাকে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। শর্ট বডিকন পোশাকে বেশ আকর্ষণীয় লাগছিল তাঁকে। কালো সিকোয়েন্সের কাজ করা পোশাকে নজর কাড়েন নায়িকা। সঙ্গে ছিলেন বাকি সকল সদস্য।

সব মিলিয়ে ফের চমক দিতে আসছেন নায়িকা। ডিজনি হটস্টারে মুক্তি পাবে ছবিটি। শেষ তাঁকে দেখা দিয়েছে তালি ওয়েব সিরিজে। সেখানে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে একজন ট্রানজেন্ডারের চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। জিও সিনেমায় মুক্তি পায় সিরিজটি। আর এবার জমিয়ে অ্যাকশন করতে আসছেন নায়িকা। নভেম্বরে মুক্তি পাবে সিরিজটি।

 

 

আরও পড়ুন

Sriparna Roy: প্রকাশ্যে এল টলি নায়িকা শ্রীপর্ণা রায়ের বিয়ের দিন, রইল পাত্রের পরিচয়

শহরের নাকি বাইরে- কোথায় কাটাবে পুজো? ডায়েটিং নাকি জমিয়ে পেটপুজো- পাল্লা ভারী কোন দিকে? নিজের পুজোর প্ল্যান জানালেন ঋত্বিকা সেন

ব্যাকলেস ব্লাউজ ও সাদা শাড়িতে নায়িকা, ঋতাভরীর হট লুক দেখে ভিড়মি খেলেন নেট জনতা

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury