সম্পূর্ণ শরীর ঢাকা গোলাপী পোশাকে, ফের অদ্ভুত পোশাক পরে শিরোনামে উরফি জাভেদ

Published : Oct 12, 2023, 12:39 PM IST
urfi javed

সংক্ষিপ্ত

বেলুনের মতো দেখতে এই পোশাক। যা পরে বানিয়েছেন রিল। গোলাপী রঙের সে পোশাক। তাঁকে রয়েছে নীল রঙের বিশেষ নকশা।

নিত্য নতুন ধরনের পোশাক পরে প্রায়শই হেডলাইন তৈরি করেন উরফি। এমন এমন পোশাক পরেন যা কেউ কোনও দিন কল্পনা করতে পারে না। কখনও পোশাকের হাতের অংশ থাকে না। তো কখনও পোশাকের নীচের অংশ থাকে না। তেমনই কখনও এমন পোশাক পরে থাকেন যাতে খোলা থাকে বক্ষের অংশ। এমন অদ্ভুত পোশাক পরে প্রায়শই খবরে আসেন উরফি।

প্রতিবাররে বরাবরের মতো এবারও নিজের পোশাকের দরুন খবরে এলেন উরফি জাভেদ। তবে, এবার খোলামেলা পোশাক নয়, বরং এরা তাঁর পুরো শরীর ঢেকেছেন অদ্ভুত এক পোশাকে। বেলুনের মতো দেখতে এই পোশাক। যা পরে বানিয়েছেন রিল। গোলাপী রঙের সে পোশাক। তাঁকে রয়েছে নীল রঙের বিশেষ নকশা। ছবিতে শুধু মুখ দেখা যাচ্ছে তাঁর।

যা দেখে চমক পেয়েছেন সকলে। বেলুনের মতো ফোলা এই পোশাক। যা তৈরি এক বিশেষ ধরনের কাপড় দিয়ে। এক ঝলকে দেখলে মনে হবে বেলুনের মতো পোশাক পরেছেন নায়িকা। এমন পোশাক পরে খবরে এলেন সকলে। তবে, তাঁকে দেখে এক প্রকার হতাশ হয়েছেন দর্শকেরা। কারণ উরফির ভক্তরা সব সময় বোল্ড পোশাকে দেখতে অভ্যস্ত থাকেন ভক্ততা। কিন্তু, এবার একেবারে ঢাকা পোশাকে উরফি-কে দেখে চমক পেলেন সকলে। তবে ছবি পোস্ট করতেই তা মুহূর্তে হয়েছে ভাইরাল। সকলে কমেন্ট করেছে ছবিতে। তেমনই উরফির এমন সাজ দেখে চমক পেয়েছেন সকলে। সব মিলিয়ে ফের খবরে উরফি জাভেদ।

আরও পড়ুন

পোশাকের ভিতর দিয়ে উঁকি মারছে ক্লিভেজ, মধুমিতার হট ছবি দেখে বোল্ড আউট নেট জনতা

জন্মদিনে প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক, ‘Kalki 2898 AD’ ছবিতে অমিতাভকে দেখে চমক পেলেন ভক্তরা

যেন ব্লু ফিল্ম চলছে! OTT-র সঙ্গে পাল্লা দিতে আর কত নীচে নামবে, ক্ষিব্ধ দর্শকরা

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী