'RRR'-ছবির মুকুটে নয়া পালক, 'গোল্ডেন গ্লোবস' অ্যাওয়ার্ডে আরও এক খেতাব জয় রাজামৌলির

Published : Jan 11, 2023, 11:00 AM IST
Box Office, Kantara, KGF Chapter 2, RRR,

সংক্ষিপ্ত

ফের আরও এক খেতাব জয় করল রাজামৌলির 'আর আর আর' ছবি। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবির গান 'নাটু নাটু' সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পেল।

বাহুবলি খ্যাত বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির 'আর আর আর' ছবি যেন একের পর এক রেকর্ড গড়েই চলেছে। ছবি মুক্তির পর এতগুলো মাস পেরিয়ে গেলেও এই ছবি এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে। যত দিন যাচ্ছে ততই যেন ছবিকে ঘিরে জনপ্রিয়তা তুঙ্গে। ইতিমধ্যেই এই ছবি একবার নয় বরং একাধিকবার দর্শক দেখে ফেলেছেন। এছাড়াও হলিউডের কলাকুশলীরাও এই ছবি দেখে ছবির পরিচালক রাজামৌলিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। ফের আরও এক খেতাব জয় করল রাজামৌলির 'আর আর আর' ছবি। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবির গান 'নাটু নাটু' সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পেল। গানের কম্পোজার এমএম কীরাবাণী এবং গায়ক কাল ভৈরব, রাহুল সিপ্লিগুঞ্জ এই গানের জন্য সেরা পুরস্কার পেয়েছেন। বর্তমানে রাজামৌলির ভক্তদের কাছে এই গানটি যেন সেরার সেরা তকমা পেয়েছে।

 সারা বিশ্বে যেন জয়ের পতাকা উড়িয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। তার পরিচালিত ছবি 'আর আর আর'নিয়ে যেন উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে। আরআরআর ছবিটি প্রাক স্বাধীনতা সময়ের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। ৮০ তম গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা অ-ইংরেজি বিভাগে গানটি মনোনীত হয়েছিল। 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' লেডি গাগার হোল্ড মাই হ্যান্ড, রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার -ওয়াকান্ডা ফরএভারের লিফট মি আপ-এই গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করেছিল। গ্লোল্ডেন গ্লোবস ২০২৩ -এ 'নাটু নাটু' হাত ধরেই আরও এক খেতাব জিতল 'আর আর আর' ছবি।

 

 

ছবির সাফল্য এতটাই বেশি যে এই প্রথমবার কোনও ইংরাজি ছবি বাদ দিয়ে এই ছবি রেকর্ড গড়ল। এমনকী গুগলের পক্ষ থেকেও এস এস রাজামৌলির 'আর আর আর' টিমকে বড় চমক দেওয়া হয়েছিল। 'আর আর আর' ছবির 'নাটু নাটু' গানটিতে জুনিয়র এনটিআর এবং রাম চরণকে দেখা গিয়েছিল। এই গানটির কোরিওগ্রাফি এতটাই সুন্দর যা সকলেরই মনে কেড়েছে। আজ থেকে প্রায় দশ বছর আগে স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য গ্লোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড এসেছিলর দেশে। এআর রহমান সেরা অরিজিন্যাল বিভাগে পুরস্কার পেয়েছিল। এত বছর বাদে সেই খেতাব জয় করল রাজামৌলির ছবি। ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি দারুণ সারা ফেলেছে। শুধু তাই নয় অস্কারের দৌঁড়েও এই ছবি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে। এবং বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে। সেরা পরিচালকের খেতাব অর্জন করেছেন এসএস রাজামৌলি। কোমুরাম ভীম চরিত্রে এনটিআর এবং সীতারামরাজ চরিত্রে মেগা পাওয়ার স্টার রাম চরণ অভিনীত এই সিনেমাটি সারা বিশ্বে ১১০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। শুধু তাই নয় এই সিনেমাটি ডিজিটাল মুক্তির পর হলিউডেও নজর কেড়েছে।

আরও পড়ুন-

ট্রেলারে নাম নেই বলিউড তারকাদের, OTT-তে মুক্তির আগে বিতর্কে রাজামৌলির RRR

শীঘ্রই ওটিটি-তে মুক্তি পাবে RRR, উপভোগ করুন তেলেগু স্বাধীনতা সংগ্রামীর কাহিনি

'RRR' মুক্তির আগে স্ক্রিনের সামনে কাঁটাতারের বেড়া, সিনেমা হল এখন যেন 'সীমান্ত'

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক