Bollywood Gossip: মদ্যপ অবস্থায় সুচিত্রাকে জড়িয়ে ধরেছিলেন সঞ্জীব কুমার, সেদিন কী হয়েছিল আঁধির সেটে

বলিউডরে বিতর্কিত বা মোড় ঘুরিয়ে দেওয়া ছবি নিয়ে যখনই আলোচনা হয় তখনই আসবে আঁধির কথা। কারণ অনেকেই বলে থাকেই এই ছবিতে তুলে ধরা হয়েছিল ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবন। 

 

Saborni Mitra | Published : Aug 29, 2023 4:12 PM
110
আঁধি নিয়ে আলোচনা

আঁধি ছবিতে তুলে ধরা হয়েছিল ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবন। অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। বিপরীতে ছিলেন সঞ্জীব কুমার। পরিচালক গুলজার। কিন্তু আঁধির সেটেও এমন অনেক ঘটনা ঘটেছে যা আজও চর্চার বিষয়।

210
সুপার হিট ছবি

বলিউডের সুপারহিট ছবিগুলির মধ্য অন্যতম হল আঁধি। বক্সঅফিসে দুর্দান্ত সফল। সুচিত্রা সেনের অভিনয়ও প্রশংসা পেয়েছিল গোটা ভারতে।

310
বলিউডে সুচিত্রা

যদিও তার আগেই সুচিত্রার বলিউড যাত্রার শুরু হয়েছিল। দেব আনন্দের সঙ্গে অভিনয় করেছিলেন সুচিত্রা। একটা নয়, বোম্বাই কা বাবু সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও শোনা যায় শ্যোম্যান রাজকাপুরের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

410
আঁধির সেট

সুচিত্রা সেন সঞ্জীব কুমারকে নিয়ে শ্যুটিং করছিলেন গুলজার। যদিও সেই সময় বিয়ের পরে গুলজারের নির্দেশে কাজ বন্ধ হয়ে গিয়েছিল রাখীর। কিন্তু আউটডোর শ্যুটিংএ তিনিও ছিলেন।

510
সঞ্জীব কুমারের গোপন প্রেম

শোনা যায় আঁধির শ্যুটিংএর সময়ই সুচিত্রার প্রেমে পড়ে যান সঞ্জীব কুমার। একাধিকবার তিনি মিসেস সেনকে তা জানানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু তা পারেননি।

610
শ্যুটিংএর শেষরাতেই বিপত্তি

কাশ্মীরে শ্যুটিং হচ্ছিল আঁধি ছবির। শেষ রাতে পুরো টিম সেলিব্রেটের মেজাজে ছিল। তেমনই মেজাজে ছিলেন সঞ্জীব কুমার। প্রচুর মদ্যপান করে টলটল অবস্থা। সেই সময়ই সুচিত্রা সেনকে জড়িয়ে ধরেছিলেন। নিয়ে যেতে চেয়েছিলেন নিজের ঘরে।

710
বাধ সাধেন গুলরাজ

বাধা দেন সুচিত্রা। বাঙালি অভিনেত্রীকে সাহায্য করতে এগিয়ে আসেন গুলজার। সঞ্জীব কুমারের থেকে মুক্ত করেন। সুচিত্রাকে নিজের ঘরে পৌঁছে দেন।

810
রাখী-গুলজার বিবাদ

যা নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছিলেন রাখী। শোনা যায় সুচিত্রার সামনেই দাম্পত্য কহলে জড়িয়ে পড়েন রাখী আর গুলজার। সেই সময়ই রাখীকে চড় মারেন গুলজার। তারপরের কথা তো সকলেরই জানা। রাখী আর গুলজারের সঙ্গে ঘর করেননি। তাঁরা বিবাহ বিচ্ছেদও করেননি।

910
ঘর ভাঙে রাখীর

আঁধির সেটেই ঘর ভাঙে রাখীর। তিক্ত অভিজ্ঞতা হয় সুচিত্রার। কিন্তু এতকিছুর পরেও সুচিত্রা সেনের সঙ্গে সঞ্জীব কুমারের বন্ধুত্ব অটুট ছিল। পরবর্তীকালেও তাঁরা যোগাযোগ রেখে চলতেন।

1010
সুচিত্রার দাবি

ঘনিষ্ট মহলে নাকি সুচিত্রার দাবি ছিল সঞ্জীব কুমার নেতাগ্রস্ত ছিলেন। তাই তিনি তাঁকে জড়িয়ে ধরেছিলেন। সঞ্জীব কুমার মদ খেলেই যে হুঁশ হারান তা জাতেন বলেই সেই রাতের আচরণে তিনি কিছুই মনে করেননি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos