
পাকিস্তান থেকে ভারত, তাঁর গায়কির সুরে মজে যায় আপামর বিশ্ব। তিনি হলেন ওস্তাদ রাহাত ফতে আলি খান (Rahat Fateh Ali Khan) । বলিউডে একের পর এক জনপ্রিয় গান তাঁর কণ্ঠে হয়ে উঠেছে হৃদয়ছোঁয়া। সেই তাবড় ওস্তাদের এ কি রূপ! চুলের মুঠি ধরে জুতো দিয়ে ব্যাপকভাবে মারধর করতে দেখা গেল নিজেরই ছাত্রকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
-
ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, একজন যুবককে কখনও জামার কলার ধরে, কখনও চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিজের পা থেকে জুতো খুলে নিয়ে একের পর এক বাড়ি মারছেন রাহাত ফতে আলি খান। যুবককে চড়ও মারতে থাকেন তিনি।
-
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে, ওই যুবক রাহাত ফতেহ আলি খানের বাড়িতে কাজ করেন। তিনি জলের বোতল কোথায় রেখেছিলেন, সেই প্রসঙ্গেই নিজের কর্মচারীকে এভাবে নির্দয়ভাবে মারধর করতে থাকেন এই বিখ্যাত সঙ্গীতশিল্পী। পরে সেখানে উপস্থিত কয়েকজন যুবক এসে তাঁর কবল থেকে ওই যুবককে মুক্ত করার চেষ্টা করেন।
-
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের ব্যাপক সমালোচনার শিকার হন গায়ক। তখনই তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন, সেই ভিডিওতে ওই যুবক ও তাঁর বাবাকে দেখা যায়। ভিডিয়োতে রাহাত খান নিজের হয়ে সাফাই দিয়ে বলেন, “এটা ওস্তাদ ও তাঁর শাগির্দ(সহযোগী)-র মধ্যে ব্যক্তিগত বিষয়। ও আমার ছেলের মতো। একজন শিক্ষক ও তাঁর ছাত্রের মধ্যে এমনই সম্পর্ক হয়। ছাত্র যখন ভালো কিছু করে, আমি তাদের ভালোবাসা দিই। তেমনই ভুল কিছু করলেও শাসন করি, শাস্তি দিই।”
ভিডিয়োয় ওই যুবকও রাহাত ফতেহ আলি খানের এ হেন আচরণ নিয়ে সাফাই দেন। যুবক বলেন, “উনি আমার বাবার মতো। আমাদের খুব ভালবাসেন। যে এই ভিডিয়ো ভাইরাল করেছে, সে উস্তাদজির সম্মানহানি করতে চাইছে।”
ভিডিয়োর শেষে রাহাত ফতেহ আলি খানকে ক্ষমা চেয়ে নিতেও দেখা যায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।