Sunny Deol: চোখে জল, বললেন- দর্শকদের থেকে এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে কি না জানি না

সদ্য চ্যাট শো-তে হাজিরর হন সানি দেওল। আর সেখানে এসে আপ্লুত হয়ে পড়েন অভিনেতা। তাঁকে গদর ২ ছবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেঁদে ফেলন অভিনেতা।

বহুদিন ধরে খবরে সানি দেওল। গদর ২ ছবির সাফল্যের কারণে বারে বারে খবরে আসছেন তিনি। ছবির কারণে তাঁকে দেখা যাচ্ছে বিভিন্ন শহরে। দেখা দিচ্ছেন বিভিন্ন শো-তেও। আর এবার একটি শো-তে এসে জানালেন নিজের মনের কথা।

সদ্য চ্যাট শো-তে হাজিরর হন সানি দেওল। আর সেখানে এসে আপ্লুত হয়ে পড়েন অভিনেতা। তাঁকে গদর ২ ছবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেঁদে ফেলন অভিনেতা। তবে, এই অশ্রু ছিল আনন্দের। বলেন, তিনি নাকি আশাই করেননি এত ভালোবাসা পাবেন দর্শকদের থেকে। এই বলতে বলতে চোখে জল আসে তাঁর। যা দেখে আপ্লুত হন সানির ভক্তরা।

Latest Videos

এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইপরাল হয়। ভিডিও দেখে নানান তারকা মতামত প্রকাশ করেন। আমিশা বলেছেন, ইন্ডাস্ট্রির সব থেকে স্বহৃদয় অভিনেতা বলেন। ববি দেওল বলেন, লাই ইউ ভাইয়া। বনি কাপুর বলেন, সানি খুবই ভালো মানুষ।

শাকিনা ও তারা সিং-র প্রেম নিয়ে মুক্তি পেয়েছে গদর ২। তবে এই ছবিতে নজর কেড়েছে ছেলের সঙ্গে তারা সিং-র সম্পর্ক। ছবিতে ছেলের জন্য কঠিন লড়াই করতে দেখা যাবে তারা সিং কে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। সে সময় ছবিটি ব্যাপক সফল হয়েছিল। সেই ছবির সাফল্যের রেশ ধরে এতদিন পর মুক্তি পেল গদর ২।

ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। বলিউড রেকর্ড অনুসারে, ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। সপ্তাখানেকের মধ্যে ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। তারপর দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। দ্বিতীয় রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। এরপর ক্রমে বাড়ে ছবির আয়। ছবিটি পা রাখে ৫০০ কোটির ঘরে। বর্তমানে ছবির আয় ৫০৯ কোটি মতো।

এদিকে কালই মুক্তি পেয়েছে জওয়ান। এই ছবি ঘিরে সকলেই ছিলেন চিন্তায়। কারণ সমালোচকদের মতে, জওয়ান ম্যাজিকে কুপোকাত হবে সকলে। কিন্তু, এই অনুমান মনে হচ্ছে ব্যর্থ হবে। কারণ, জওয়ান মুক্তি হতেও সামান্য বাড়ল ‘গদর ২’ ছবির আয়। সে যাই হোক, আপাতত দর্শক মনে জায়গা করতে সফল হয়েছে সানি ও আমিশা। দর্শকদের থেকে বিস্তর ভালোবাসা পেয়ে বেশ আপ্লুত অভিনেতা। সে যাই হোক, এই ছবির আয় আরও বৃদ্ধি পায় কি না এখন তাই দেখার। 

 

আরও পড়ুন

নাচতে নাচতেই 'জওয়ান' দেখতে ঢুকছেন শাহরুখ ভক্তরা, 'জওয়ান' জ্বরে কাবু গোটা বঙ্গ

Jawan box office: প্রথম দিনেই বাজিমাৎ বাজিগরের, জওয়ান-এর প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ অবাক করার মত

Janmashtami 2023: এই আটটি বলিউড ছবিতে মিলেছে ‘দহি হান্ডি উৎসব’-র ঝলক, যা আজও মনে রেখেছেন দর্শকেরা

 

 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM