Jawan: ‘জওয়ান’ মুক্তির পরই বিপাশে শাহরুখ খান, অনলাইনে ফাঁস হয়ে গেল ছবিটি

Published : Sep 07, 2023, 03:55 PM IST
Jawan

সংক্ষিপ্ত

জানেন কি এরই মাঝে বিপাকে পড়েছেন শাহরুখ খান। ছবি মুক্তি পেতেই তা ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। এমন খবর সর্বত্র।

সকাল থেকে খবরে শাহরুখ খান। শাহরুখ খানের নতুন ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা দেখেছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সকল ছবি ও ভিডিও। কিন্তু, জানেন কি এরই মাঝে বিপাকে পড়েছেন শাহরুখ খান। ছবি মুক্তি পেতেই তা ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। এমন খবর সর্বত্র।

মুক্তির কয়েক ঘন্টার মধ্যে অনলাইনে ফাঁস হয়ে গেল জওয়ান। মাত্র চার ঘন্টার মধ্যেই তাই দেখা যাচ্ছে অনলাইনে। একটি নয় একাধিক ওয়েব সাইডে উপলব্ধ হয়েছে ছবিটি। টরেন্ট, তামিলরকার্স, টেলিগ্রাম, মুভিরুজের মতো ওয়েবসাইডে দেখা যাচ্ছে ছবিটি। এই ছবিতে প্রথমবার ভিন্ন চরিত্রে দেখা গিয়েছেন বাদশা।

কদিন ধরেই খবরে জওয়ান। ৩১ অগস্ট প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। তারপর থেকে ছবি ঘিরে দর্শক মনে আশা বেড়েছে বিস্তর। আর এবার দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল জওয়ান। পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখলেন বাদশা। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পেল। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা।

শাহরুখ খান ফের একবার যে বক্স অফিসে গ্র্যান্ড এন্ট্রি নেবেন তা সকলেই প্রায় আন্দাজ করেছিলেন। তবে, জওয়ান-র ঝটকা যে এতটা হবে তা আগে থেকে কেউই বুঝতে পারেননি। ‘জওয়ান’ ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে রাত জাগলেন শাহরুখ ভক্তরা। ভোর ৫টা থেকে শুরু হয়েছে সেলিব্রেশন। কোথাও হয়েছে মিছিল তো কোথাও সিনেমাহলের বাইরে দেখা গিয়েছে ভক্তদের নাচ। সব শহরের চিত্র সকাল থেকে ছিল একই রকম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সকল ছবি। জওয়ান যে এতটা ভালোবাসা পাবে তা আগে থেকে আন্দাজ করা ছিল কঠিন।

এদিকে কাল রাতে ছিল ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। যেখানে উপস্থিত ছিলেন একাধিক বলি তারকা। এ। মুম্বইয়ে যশ রাজ স্টুডিও-তে হয়েছিল এই স্পেশ্যাল স্ক্রিনিং। সেখানে বসেছিল চাঁদের হাট। হৃতিক রোশন, ক্যাটরিনা কইফ থেকে ভূষণ কুমার-সকলে উপস্থিত ছিলেন এই স্পেশ্যাল স্ক্রিনিং। তারপর থেকে সোশ্যাল মিডিয়াতেও সকলে শুভেচ্ছা জানান বাদশাকে। ছবি দেখে আপ্লুত ধর্মেন্দ্র। তারপর আজ মুক্তি পেল ছবিটি। আর মুক্তি পেতেই গড়ল রেকর্ড। অধিকাংশেরই আন্দাজ পাঠান-কে ছাপিয়ে যাবে জওয়ান।

 

আরও পড়ুন

দেখে নিন বলিউডে সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় স্থান পেয়েছে শাহরুখের কোন কোন ছবি, কোন ছবি গড়েছে রেকর্ড

ব্যর্থ ‘জওয়ান’ ম্যাজিক? ফের বাড়ল ‘গদর ২’ ছবির আয়, দেখে নিন মোট আয় কত হল

বিপাকে অক্ষয় কুমার, ফের নাম বদল হল নায়কের আসন্ন ছবি মিশন রানিগঞ্জ- দ্য গ্রেট ইন্ডিয়া রেসকিউ-র

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?