বাংলো বাঁচাতে অক্ষয়ের থেকে কি সত্যিই সাহায্য নিয়েছেন সানি? অবশেষ মুখ খুললেন এই প্রসঙ্গে

এখনও অক্ষয়ের থেকে ধার নেওয়া টাকা ফেরত দেয়নি। ধীরে ধীরে তা ফেরত দেবে সানি।

বাংলো নিলাম নিয়ে বেশ কিছুদিন ধরে খবরে আছেন সানি দেওল। শোনা গিয়েছে, তাঁর বাংলো নাকি নিলামে উঠেছে। সানির জুহুর বাংলোটি ৫৬ কোটি টাকার ঋণের কারণে ব্যাঙ্ক নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এমন সময় তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছে অক্ষয় কুমার। সে সানিকে বাংলো বাঁচাতে ৫৬ কোটি টাকা দিয়েছে। যা দিয়ে ব্যাঙ্কের থেকে বাংলো রক্ষা করেছে সে। তবে, এখনও অক্ষয়ের থেকে ধার নেওয়া টাকা ফেরত দেয়নি। ধীরে ধীরে তা ফেরত দেবে সানি।

সদ্য এমন খবরে সরগর বলিপাড়া। সানির বাংলো নিলামের কথা কদিন ধরেই আছে খবরে। এরই মাসে এল অক্ষয়ের কথা। সমস্যায় থাকা সকল ব্যক্তিকে অক্ষয় বারে বারে সাহায্য করে থাকেন। এমন বহুবার খবর এসেছে। সকলেই জানেন অক্ষয়ের উদার মনের কথা। আর কারণে তিনি সাহায্য করেছেন তাঁর সহকর্মীকে। সানি যে বাংলো নিয়ে সমস্যায় পড়েছেন তা সকলের জানা। আর তাই তাঁকে সাহায্য করেছেন অক্ষয়।

Latest Videos

সদ্য এই প্রসঙ্গে মুখ খুললেন সানি দেওল ও অক্ষয় কুমারের মুখপাত্র। দুজনেই বলেছেন, ঘটনাটি সম্পূর্ণ অসত্য। এমন কোনও ঘটনা বাস্তবে ঘটেনি। কেউ কাউকে সাহায্য করেনি। এমনকী, কেউ সাহায্য নেয়ওনি।

এরই মাঝে ব্যাঙ্ক থেকে বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। বলা হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কথা। সেখানে বলা হয়েছে, অজয় সিং দেওল ওরফে মি. সানি দেওলের সম্পত্তির বিষয়টি প্রযুক্তিগত কারণে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে সদ্য মুক্তি পেয়েছে গদর ২। তা নিয়ে প্রায়শই খবরে আসছেন সানি। এবার সিক্যুয়েল ছবিতে আছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। তাদের ছেলের চরিত্রে রয়েছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে বাবা ও ছেলের সম্পর্কের এক বিশেষ বন্ধন ফুটে উঠেছে। ২০০১ সালে ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হল গদর ২। আর এবারও সুপার ডুপার হিট। শীঘ্রই যা পা রাখতে চলেছে ৪০০ কোটির ঘরে। এখন দেখার কবে ৪০০ কোটি আয় করে ছবিটি। এরই মাঝে বাংলো নিয়ে খবরে এলেন সানি দেওল। অবশেষ মুখ খুললেন এই প্রসঙ্গে। জানালেন আসল সত্য

 

আরও পড়ুন

Raju Panjabi: ৪০-এ প্রয়াত রাজু পঞ্জাবি, জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন গায়ক

Susmita Sen: বিয়েতে বাধা দিচ্ছে দুই মেয়ে, বিয়ে নিয়ে অকপট সুস্মিতা সেন, জেনে নিন কী বললেন

জেনে নিন সোমবার কত আয় করল OMG 2, রইল অক্ষয় ও পঙ্কজ অভিনীত ছবির আয়ের হিসেব 

 

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন