আচমকাই গায়েব বড়পর্দা থেকে, কেন সরে গিয়েছিল বলিউড থেকে, গোপন সত্য ফাঁস করলেন সুস্মিতা

২০১০ সালের পর থেকে প্রায় ১০ বছর বড়পর্দা থেকে গায়েব হয়ে গিয়েছিলেন সুস্মিতা সেন। প্রায় বছর খানেক আগে ফের অভিনেত্রী হিসেবে কামব্যাক করেছেন সুস্মিতা সেন। দীর্ঘ এতটা সময়ে কেন উধাও হয়ে গিয়েছিলেন সুস্মিতা, খোলসা করলেন প্রাক্তন মিস ইউনিভার্স।

Web Desk - ANB | Published : Nov 19, 2022 9:27 AM IST
110

চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেনের  । মাত্র ১৯ বছর বয়সে মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। তারপর ২৩ বছরেই মেয়েকে দত্তক নিয়ে স্টিরিওটাইপ ভেঙেছিলেন বলিউডের প্রাক্তন মিস ইউনিভার্স ।

210

মিস ইউনিভার্স হওয়া পরই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন সুস্মিতা সেন  । তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বলিপাড়ায় পা ফেলে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের যেমন সমালোচনা কুড়িয়েছেন তেমনই একাধিক  ফিল্মি পুরস্কারও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।
 

310

 তবে সাফল্য পেলেও একটা সময়ের পর বড়পর্দায়  আর সেভাবে দেখা যেত না সুস্মিতা সেনকে । ২০১০ সালের পর থেকে প্রায় ১০ বছর বড়পর্দা থেকে গায়েব হয়ে গিয়েছিলেন সুস্মিতা সেন। প্রায় বছর খানেক আগে ফের অভিনেত্রী হিসেবে কামব্যাক করেছেন সুস্মিতা সেন।

410

তবে বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে কামব্যাক করেন সুস্মিতা সেন । দীর্ঘ এতটা সময়ে কেন উধাও হয়ে গিয়েছিলেন সুস্মিতা, সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলসা করলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন, যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

510

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানিয়েছেন,বড়পর্দা থেকে এই লম্বা বিরতি নেওয়ার কারণ হিসেব তিনি বলেন যেরকম ছবি ও চরিত্রে তিনি অভিনয় করতে চাইছিলেন সেরকম প্রস্তাব তার  কাছে আসছিল না। তাই বাধ্য হয়েই তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল।

610

সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছেন,অভিনয় থেকে ১০ বছরের বিরতি নিয়েছিলাম সেই সময়ে নিজের জীবনের লক্ষ্যগুলো আরও ভালভাবে বুঝতে পেরেছিলাম। এবং নিজের কাছে আরও স্পষ্ট হয়েছিল কেরিয়ারও থেকে জীবনে ঠিক কী কী চাই আর কী কী চাই না।

710

সুস্মিতার মতে, বড়পর্দায় ভাল চরিত্রে প্রস্তাব পাওয়ার  জন্য বয়স অবশ্যই একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এছাড়াও আরও একট বিষয় রয়েছে , যা সমান গুরুত্বপূর্ণ। কাজ পাওয়ার জন্য আমি খুব একটা ছোটাছুটি করতে পারি না। মানে নিজের মুখে কারোর থেকে কাজ চাওয়ার বিষয়টিতে আমার প্রবল আপত্তি।
 

810

সুস্মিতা বলেন, কীভাবে কাজ চাইতে হয়, সেই ব্যাপারটি  আমার প্রায় অজানা। বলতে গেলে নিজের থেকে কাজ চাওয়ার বিষয়টিতে আমি একজন খুবই কাঁচা মানুষ। এই কারণেই প্রায় ১০ বছর বড়পর্দা থেকে বিরতি নিয়েছেন সুস্মিতা সেন।

910


নিজের ব্যক্তিগত জীবনেও যে কতটা ছক ভাঙতে পছন্দ করেন তা যেন হাতে-কলমে প্রমাণ দিয়ে দিলেন।  ২০ বছরে বলি কেরিয়ারে অভিষেক হয়েছিল সুস্মিতার। তারপর থেকেই চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চায় থাকেন সুস্মিতা। জীবনে এসেছে একাধিক প্রেম। তবে কোনও প্রেমই টেকেনি সুস্মিতার। 

1010

কখনও মুম্বইয়ের রেস্তোরাঁর মালিক রিতিক ভাসিন, কখনও বলিউড অভিনেতা রণদ্বীপ হুডা। আবার কখনও পরিচালক বিক্রম ভাট, কখনও নাম জড়িয়েছে অনিল আম্বানির সঙ্গে। শেষ কয়েক বছরে বয়সে অনেকটাই ছোট রহমানের সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়েছিলেন সুস্মিতা। যদিও এসব এখন অতীত। ফের কেরিয়ারে ফোকাস করতে চাইছেম সুস্মিতা সেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos