৪৭-এ পা সুস্মিতার, কত কোটি টাকার মালকিন বলিউডের এই হট ডিভা, জন্মদিনে রইল অবাক করা তথ্য

গত কয়েক বছর ধরেই বলিউড থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন সুস্মিতা সেন। সংবাদামাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখনও বছরে ৯ কোটি টাকা রোজগার করেন সুস্মিতা সেন। মোট কত কোটির মালকিন সুস্মিতা, জন্মদিনে জেনে নিন অবাক করা তথ্য।

Web Desk - ANB | Published : Nov 19, 2022 1:43 PM
19

৪৭-শে পা দিলেন বলি অভিনেত্রী সুস্মিতা সেন। শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।  ৫০-এর কোটায় পৌঁছেও সুস্মিতা যা খেল দেখাচ্ছেন তা যেন সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত। 

29

 বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন সুস্মিতা সেন । নিজের ব্যক্তিগত জীবনেও তেমনটা করে চলেছেন সুস্মিতা। নিজের ব্যক্তিগত জীবনেও তেমনটা করে চলেছেন সুস্মিতা। মাত্র  ২৩ বছরেই মেয়েকে দত্তক নিয়ে স্টিরিওটাইপ ভেঙেছিলেন বলিউডের প্রাক্তন মিস ইউনিভার্স।
 

39

বলি অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা চলে আসছে দীর্ঘদিন ধরে। একাধিক সম্পর্কের জন্য বারেবারে লাইমলাইটে উঠে এসেছেন সুস্মিতা সেন। সুস্মিতা সেনের  জীবনে একাধিক প্রেম এসেছে আবার নীরবে চলেও গেছে কিন্তু সমাজের চোখারাঙানি তাকে কাবু করতে পারেনি।
 

49

চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেনের । নিজের ব্যক্তিগত জীবনেও যে কতটা ছক ভাঙতে পছন্দ করেন তা যেন হাতে-কলমে প্রমাণ দিয়ে দিলেন। জীবনে এসেছে  একাধিক প্রেম। আসলেও কোনও প্রেমই টেকেনি সুস্মিতার। 

59


বলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়ায়। কয়েকমাস আগে নেটদুনিয়ায় চোখ রাখলেই একটাই খবরে তোলপাড় হয়েছিল নেটপাড়া। ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্ক। যদিও এতে অবাক হওয়ার মতোনও কিছু নেই। কারণ ললিতের আগেও হাই প্রোফাইল ব্যক্তিত্বদের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার। শেষ কয়েক বছরে বয়সে অনেকটাই ছোট রহমানের সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়েছিলেন সুস্মিতা।

69

গত কয়েক বছর ধরেই বলিউড থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন সুস্মিতা সেন। সংবাদামাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখনও বছরে ৯ কোটি টাকা রোজগার করেন সুস্মিতা সেন। এবং তার মাসিক আয় ৬০ লক্ষ টাকা। এবং তার সম্পত্তির পরিমাণ ৭৪ কোটি টাকা। 

79

 মুম্বইয়ের ভারসোভাতে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন সুস্মিতা। এছাড়াও ছবি পিছু অভিনেত্রীর পারিশ্রমিক ৩-৪ কোটি টাকা। বিজ্ঞাপনের জন্য দেড় কোটি টাকা পান সুস্মিতা সেন।

89

বলিপাড়ায় পা ফেলে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের যেমন সমালোচনা কুড়িয়েছেন তেমনই একাধিক  ফিল্মি পুরস্কারও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। তবে সাফল্য পেলেও একটা সময়ের পর বড়পর্দায়  আর সেভাবে দেখা যেত না সুস্মিতা সেনকে।

99

২০১০ সালের পর থেকে প্রায় ১০ বছর বড়পর্দা থেকে গায়েব হয়ে গিয়েছিলেন সুস্মিতা সেন। প্রায় বছর খানেক আগে ফের অভিনেত্রী হিসেবে কামব্যাক করেছেন সুস্মিতা সেন। তবে বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে কামব্যাক করেন সুস্মিতা সেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos