৯৫ শতাংশ ব্লকেজ হয়ে গিয়েছিল মেইন আর্টরিতে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুস্মিতা সেন

Published : Mar 05, 2023, 09:12 AM IST

কঠোর নিয়মের মধ্যে থেকেও রেহাই পেলেন না ৪৭-এর সুস্মিতা সেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে,হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। মেইন আর্টারির ৯৫ শতাংশ ব্লকেজ ছিল, অল্পের জন্য বেঁচে গেছেন সুস্মিতা সেন। 

PREV
110

প্রাক্তন ব্রহ্মান্ডসুন্দরী সুস্মিতা সেনকে নিয়ে দিনভর চর্চা চলেই আসছে। হার্ট অ্যাটাকের খবর জানিয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। কঠোর নিয়মের মধ্যে থেকেও রেহাই পেলেন না ৪৭-এর সুস্মিতা সেন। 
 

210

হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। নিজের সোশ্যাল মিডিয়ায় সেকথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে,হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে।  এত কিছু ঘটনা কেউই টের পাইনি।

310

 ঘটনার দুদিন পর অভিনেত্রী নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে এনেছেন  সুস্থতা। তবে আগের থেকে তিনি ভাল আছেন এই খবর জানিয়ে সকলকে আশ্বস্ত করেছেন তিনি।  তবে নায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। অবশেষে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন সুস্মিতা।
 

410

 ঘটনার দুদিন পর অভিনেত্রী নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে এনেছেন  সুস্থতা। তবে আগের থেকে তিনি ভাল আছেন এই খবর জানিয়ে সকলকে আশ্বস্ত করেছেন তিনি।  তবে নায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। অবশেষে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন সুস্মিতা।
 

510

সুস্মিতা আরও জানান, আমি ওদের একটাই অনুরোধ করেছিলাম আমি যে হাসপাতালে ভর্তি রয়েছি, তা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়।  ওরা আমার সেই কথা রেখেছে। আমি ছুটি পাওয়া পর্যন্ত কেউ  আমার অসুস্থতার খবর জানতে পারেনি।

610

সুস্মিতা সেন এখনও সুস্থ নন। থ্রোট ইনফেকশনে ভুগছেন অভিনেত্রী। লাইভে এসে অভিনেত্রী জানান, বড়সড় হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন তিনি। তার মেইন আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ধরা পড়ছিল। আমি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। তবে আমি একটুও ভেঙে পড়িনি।

710

সুস্মিতা আর বলেন, একটা খারাপ পর্ব, যা কেটে গিয়েছে। আমি সৌভাগ্যবান যে ফের একবার আপনাদের মুখোমুখি হচ্ছি। তবে আমি ভয় পায়নি, বরং নতুন করে জীবনে এগিয়ে যেতে চাই।
 

810

গত ২৭ ফেব্রুয়ারি শুটিং সেটে ছিলেন সুস্মিতা সেন। কাজের ফাঁকে অভিনেত্রী জানান বুকে ব্যথা হচ্ছে, এবং শরীরে অস্বস্তি হচ্ছে। সঙ্গে সঙ্গেই একজন চিকিৎসককে দিয়ে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় অভিনেত্রীর, চিকিৎসকের পরামর্শেই তড়িঘড়ি করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুস্মিতাকে। 
 

910

হাসপাতালে নিয়ে যাওয়ার পরই হৃদরোগ বিশেষজ্ঞ তাকে দেখে জানান, এই মুহূর্তে অস্ত্রোপচার আবশ্যক। তার পরেই তড়িঘড়ি করেই অ্যাঞ্জিওপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বসানো হয়। মুম্বইয়ের নানবতী হাসপাতালেই হার্টের অস্ত্রোপচার করা হয় সুস্মিতার। তারপর একদিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল অভিনেত্রীকে।

1010

 ১ লা মার্চ ছুটি নিয়ে বাড়ি যান সুস্মিতা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো বিশ্রামে রয়েছেন  অভিনেত্রী। তবে খুব বেশিদিন যে তিনি বিশ্রাম নেওয়ার পাত্রী নন, তা সকলেই জানেন। শীঘ্রই আরিয়া-র শুটিংয়ে ফিরে আসবেন অভিনেত্রী।
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories