করিনা থেকে কাজল, সিদ্ধার্থ-কিয়ারার গ্র্যান্ড রিসেপশনে চাঁদের হাট, রইল এক্সক্লুসিভ ছবি

Published : Feb 13, 2023, 10:37 AM IST

রাজকীয় বিয়ের পর মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশন। ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসেছিল সিদ্ধার্থ ও কিয়ারার। সেইমতো গোটা বলিউডকে নিয়েই গ্র্যান্ড রিসেপশন পার্টি দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। দেখে নিন এক্সক্লুসিভ ছবি।

PREV
115


রূপকথার রাজকীয় বিয়ের উত্তেজনা এখন তুঙ্গে। ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেখান থেকে দিল্লির বাড়ি হয়ে মুম্বইয়ে ফিরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

215

বিয়েতে যেহেতু হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন, সেই কারণে রিসেপশনে গোটা বলিউডকেই ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।  ঠিক সেই মতো বলিউডের  প্রায় সকলকে নিয়েই গ্র্যান্ড রিসেপশন পার্টি দিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।

315


বিয়ের দিন সাবেকি সাজে নজর কেড়েছিলেন নববধূ কিয়ারা। গোলাপি রঙের লেহেঙ্গায় তার থেকে চোখ ফেরানো দায় ছিল। রিসেপশনের দিনও পুরোপুরি পশ্চিমী লুকে ধরা দিলেন নবদম্পতি  সিদ্ধার্থ ও কিয়ারা। 

415

সাদা-কালো পশ্চিমী পোশাকে রাজকীয় লুকে ধরা দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এদিন কালো রঙের গর্জিয়াস স্যুট পরেছিলেন সিদ্ধার্থ এবং সাদা-কালো লো নেক গাউনে সেজেছিলেন পাঞ্জাবি পরিবারের পুত্রবধূ কিয়ারা আদবানি।

515

বিয়ের দিনও  যেমন ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার ডিজাইন করা গর্জিয়াস হিরে ও পান্নার নেকলেস পরেছিলেন ঠিক তেমনই রিসেপশনের দিন পান্না বসানো ভারী মোটা নেকলেসে সেজেছিলেন  সিদ্ধার্থ ঘরনি কিয়ারা।

615

সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো হোটেলের লবি। তার মাঝেই লেখা সিদ্ধার্থ ও কিয়ারার আদ্যক্ষর এস ও কে। সেই ফুলের ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

715

কিয়ারাকে যেন চোখে হারাচ্ছেন সিদ্ধার্থ, তেমনই সর্বদাই হাতে হাত রেখে ছিলেন কিয়ারা আদবানি। সকলের সামনেই বউকে জড়িয়ে ধরে ছবিতে পোজও দিয়েছেন সিদ্ধার্থ, যা সকলের নজর কেড়েছে।

815

এদিন পরিবারের সকলের সঙ্গেও ফোটোশ্যুটের পর্ব সেরেছেন নবদম্পতি সিদ্ধার্থ ও কিয়ারা। কিয়ারার মা, বাবা,বোনের পাশাপাশি দেখা গিয়েছে সিদ্ধার্থর বাবা-মা, দাদা ও বৌদিকে। এদিন হুইল চেয়ারে বসেই ছেলে ও বউকে আশীর্বাদ করেছেন সিদ্ধার্থর বাবা।
 

915


তারকাখচিত রিসেপশনে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ ও অভিনেত্রী কাজল। ধূসর রঙের ব্লেজার ও কালো শার্ট পরেছিলেন অজয়। এবং সিলভার রঙের শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরে নজর কেড়েছেন  বলি নায়িকা কাজল।

1015

সিদ্ধার্থ ও কিয়ারার রিসেপশনে উপস্থিত ছিলেন বিদ্যা বালন। শাড়ি কিংবা লেহেঙ্গা নয় বরং একটু অন্য স্টাইলে পার্টির রোশনাই বাড়িয়ে দিয়েছেন বিদ্যা বালন।

1115

সিদ্ধার্থ ও কিয়ারার রিসেপশনে হাজির ছিলেন স্পেশ্যাল গেস্ট মণীশ মলহোত্রা। বিয়েতে যার তৈরি পোশাকে দ্যুতি ছড়িয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা তিনি না থাকলে হয় নাকি। রিসেপশনে কালো রঙের স্যুট পরে নজর কেড়েছেন মণীশ মলহোত্রা।

1215

গ্র্যান্ড রিসেপশনে হাজির ছিলেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। অভিনেতা ঈশানকে কালো রঙের পোশাকে দেখা গিয়েছে।

1315

বলি অভিনেতা  বিবেক ওবেরয় সস্ত্রীক হাজির ছিলেন সিড ও কিয়ারার রিসেপশনে, ব্লেজার  স্যুটে রিসেপশনে দেখা গিয়েছে বিবেক ওবেরয়কে এবং কালো ও কমলা রঙের শাড়িতে সেজেছিলেন বিবেকের স্ত্রী।

1415

সিদ্ধার্থ ও কিয়ারার রিসেপশনে হাজির ছিলেন বলিউডের বেবো করিনা কাপুর। গোলাপি রঙের সিকুয়েন্সের শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ, কানে বড় কানের দুল পরেছিলেন করিনা কাপুর খান।

1515

গ্র্যান্ড রিসেপশনে হাজির ছিলেন বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহর। কালো রঙের ব্লেজার স্যুটে দেখা গিয়েছে করণকে। করিনা কাপুরের সঙ্গে ছবিতে পোজ দিলেন করণ জোহর।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories