The Night Manager 2: ছোট্ট রোলে অনবদ্য শাশ্বত , দ্যা নাইট ম্যানেজার ২এ দুই কাপুরের টক্কর মন কাড়ল দর্শকদের

জন লে কেরের উপন্যাসের হিন্দি রূপান্তর দ্যা নাইট ম্যানেজার২ এর দ্বিতীয় পার্টে দুর্দান্ত শাশ্বত চট্টোপাধ্যায়। অনিল কাপুর আর সিদ্ধার্থ রায় কাপুরের অভিনয় মন কাড়া।

 

The Night Manager 2 রিলিজ হয়েছে ডিসনি প্লাস হটস্টারে। The Night Manager এর প্রথম সিরিজের মত এবারও নিজের জাত চেনালেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে এবার খুব অল্প সময়ের জন্যই তাঁকে দেখা গিয়েছিল স্ক্রিনে। তবুও মন কেড়ে নিয়েছেন দর্শকদের। আর The Night Manager 2এর প্রধান দুই অভিনেতা অনিল কাপুর আর আদিত্য রায় কাপুর দুজনেই টক্কর দিয়ে অভিনয় করলেন। যদিও এদের সকলের সঙ্গে পাল্লা দিয়েছেন তিলোত্তমা সোম আর শোভিতা ধুলিপালা। সব মিলিয়ে দ্যা নাইট ম্যানেজার ১এর মতই জমজমাট The Night Manager 2।

Latest Videos

জন লে কেরের উপন্যাসের হিন্দি রূপান্তর দ্যা নাইট ম্যানেজার। চলতি বছর ফেব্রুয়রি মাসেই মুক্তি পেয়েছিল প্রথম পর্ব। তারপর থেকেই দর্শকা অপেক্ষায় ছিল দ্বিতীয় পর্বের। যাইহোক ২৯ জুন মুক্তি পেয়েছে দ্বিতীয় পর্ব। সেখানেই শৈলেন্দ্র শেলি রুংতার ( অনিল কাপুর) অস্ত্র ব্যবসার পর্দা ফাঁস করার চেষ্টা করে ভারতের আন্ডার কভার এজেন্ট শান সেনগুপ্ত (আদিত্য রায় কাপুর)। যদিও বর্তমানে নাম বলে আদিত্য মাথুর। গোটা ঘটনার মাস্টার মাইন্ড লিকিপা সাইকিয়া ( তিলোত্তমা সোম)। প্রথম পর্বে গর্ভাবতী। এই পর্বেও পেটে সন্তান নিয়ে অদম্য মনোবলে লড়াই করেছেন প্রতিপক্ষের সঙ্গে। তাঁর চাকরি অবশ্য যেতে বসেছে মাত্র ৪৮ ঘণ্টা সময় শেলির পর্দা ফাঁস করার। সঙ্গে শান সেনগুপ্তা, যে এখন শেলির কোম্পানির সিইও। বন্ধু বিজয় ( শাশ্বত)কে আগেই দূরে সরিয়ে দিয়েছিল শেলির থেকে। এবার শেলির প্রাণের বন্ধু বিজয়কে খুন করতেও পিছপা হয়নি আদিত্য রায় কাপুর।

দ্বিতীয় পর্বে সবথেকে সবথেকে মজার ঘটনা হল যেখান থেকে শান সেনগুপ্তের যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের ঢাকার সেই বিলাসবহুল হেটেল সেখানেই ফিরে আসা দ্বিতীয় সিজনের শেষ পর্বে। সেখানেই কি শেলির পর্দা ফাঁস করতে পাবে শান আর লিপিকা? কারণ শেলি আগেই বলে দিয়েছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কখনই তাঁকে ধরতে পারবে না। এবার দেখার শান- আর লিপিকা কী করে। প্রশ্ন রয়েছে অনিল কাপুর কী বন্ধ শাশ্বতর খুনের প্রতিশোধ নিতে পারবে? সব প্রশ্নের উত্তের পাওয়া যাবে The Night Manager 2এর শেষ পর্বে।

তবে অস্ত্র প্রদর্শনী থেকে অস্ত্র পাচার সব দৃশ্যেই রয়েছে টান টান উত্তেজনা। একই সঙ্গে শেলি আর কাবেরীর সম্পর্কের টানাপোড়েনও দুর্দান্ত। অন্যদিকে কাবেরি আর শানের ঘনিষ্ট যৌন দৃশ্যও দুর্দান্ত ভাবে ক্যামেরা বন্দি করেছেন পরিচালক সন্দীপ মোদী আর প্রিয়াঙ্কা ঘোষ। প্রথমের মত দ্বিতীয় সিজিনেও চকটদার চিত্রনাট্য উপহার দিয়েছেন শ্রীধর রাঘবন।

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News