The Night Manager: সহঅভিনেতা শাশ্বত আর সিদ্ধার্থ সম্পর্কে কী বললেন তিলোত্তমা সোম

Published : Feb 25, 2023, 12:05 AM IST
Saswata Chatterjee

সংক্ষিপ্ত

রীতিমত সাড়া ফেলে দিয়েছে দ্যা নাইট ম্যানেজার। স্পাই থ্রিলারে তিলোত্তমার সহকর্মী অনিল কাপুর, শাশ্বত চট্টোপাধ্য়ায় আর সিদ্ধার্থ রায় কাপুর। 

ওটিটিতে আরও একবার দর্শকের মন জয় করে নিলেন বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম। 'স্যার লাভ ইন এনাফ' পরে এবার 'দ্যা নাইট ম্যানেজার'। ডিজনি প্লাস হটস্টারে গত ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে এটি। এই ওয়েব সিরিজের জন্য সাড়া জাগানো অভিনেত্রী তিলোত্তমা সোম ভূয়সী প্রশংসা করেছেন সিদ্ধার্থ রায় কাপুরের। তিনি বলেছেন এই , সিদ্ধার্থর হোমওয়ার্ক যে কোনও সহঅভিনেতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। অনিল কাপুরের সঙ্গে এই ওয়েব সিরিজে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও।

তিলোত্তমা সোমের কথায় 'আদিত্য যে পরিমাণ হোমওয়ার্ক করে তা আপনাকে নার্বাস করে দিতে পারে। চ্যালেঞ্জ নিলে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।' অনিল কাপুর সম্পর্কেও নিজের মনের কথা খুলে বলেছেন তিলোত্তমা সোম। তিনি বলেন, অনিল কাপুর শুধু শারীরিক দিক থেকেই যুবক নন তিনি মনের দিক থেকেও তরুণ। নতুন অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজের পাশাপাশি তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতেও পারেন। তবে সব বিষয়ে অনিল কাপুরের কৌতুহল তাঁকে মুগ্ধ করেছে বলেও জানিয়েছেন তিনি।

তবে তিলোত্তমা সোম আক্ষেপ করেছেন বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করতে পারেননি বলে। কিন্তু শাশ্বতর মনোভাব আর অভিনয়ের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, 'এটা খুবই দুঃখজনক যে শাশ্বত দা আর আমার কোনও দৃশ্য একসঙ্গে ছিল না। ' তবে শাশ্বত যে দারুণ মানুষ তা জানাতে ভোলেননি তিলোত্তমা সোম। তবে পরিচালক সন্দীপ ও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করে তঁর ভাল লেগেছে।

স্পাই থ্রিলার 'দ্যা নাইট ম্যানেজার'। এই ওয়েব সিরিজেই শাশ্বত প্রথম অনিল কাপুর আর তিলোত্তমা সোমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তিনি সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গেও এই প্রথম কাজ করলেন। তবে শাশ্বত আগেই জানিয়েছিলেন অনিল কাপুরের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা। তিনি নিজে মত করে কাজ করেছেন বলেও জানিয়েছেন শাশ্বত।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত