শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী দিন আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রযোজক বনি কাপুর। নিজের ইনস্টাগ্রামে পুরোনো সুখস্মৃতি শেয়ার করলেন বনি। প্রয়াত স্ত্রী শ্রীদেবীর অনেক ছবিই মাঝেমধ্যে শেয়ার করেন বনি কাপুর। তবে এবারের ছবিটা বড্ড বেশি স্পেশ্যাল।
দেখতে দেখতে কেটে গেল পাঁচ পাঁচটা বছর। শ্রীদেবীর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। তার মৃ্ত্যুর পর এতগুলো বছর পার হয়ে গেলেও শ্রী-র মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। সালটা ২০১৮, ২৪ ফেব্রুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে সকলকে ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রীদেবী। আত্মীয়র বাড়িতে নিয়ে অভিনেত্রীর মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। এক মুহূর্তে হাহাকার পড়ে গিয়েছিল। আজও অভিনেত্রীর রহস্যমৃত্যু সকলের মনে নানা প্রশ্ন তৈরি করে।
শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী দিন আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রযোজক বনি কাপুর। নিজের ইনস্টাগ্রামে পুরোনো সুখস্মৃতি শেয়ার করলেন বনি। প্রয়াত স্ত্রী শ্রীদেবীর অনেক ছবিই মাঝেমধ্যে শেয়ার করেন বনি কাপুর। তবে এবারের ছবিটা বড্ড বেশি স্পেশ্যাল। বনি এবং শ্রীদেবীর একসঙ্গে তোলা প্রথম ছবি এটি। সাদা-কালো ছবিটিতে দুজনেই ক্যামেরায় দিকে তাকিয়ে হাসছেন। প্রায় চার দশক আগে ১৯৮৪ সালে ছবিটি তোলা হয়েছিল। বনি ক্যাপশনে লেখেন, আমার প্রথম ছবি,১৯৮৪। এই ছবি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ভক্তরা।
নিজের সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রোম্যান্টিক ছবিও শেয়ার করেছেন বনি কাপুর। যেখানে দেখা যাচ্ছে চেয়ারে বসে রয়েছেন বনি কাপুর এবং তার স্ত্রী শ্রীদেবী তাকে ঝুঁকে চুমু খাচ্ছেন। উষ্ণতায় ভরা এই ছবি দিয়ে গর্বের সঙ্গে লিখেছেন, প্রেমে থাকাকালীন শ্রীদেবীর উন্মাদনার কথা। তবে শুধু বনির একার নয়, শ্রীদেবীকে নিয়ে আজও উন্মাদনা তুঙ্গে দর্শকমহলে। স্ত্রীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ঝড়ের গতিতে এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
মায়ের মৃত্যুবার্ষিকীর আগে শ্রীদেবীকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন জাহ্নবী কাপুর। গত মঙ্গলবার মা শ্রীদেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করে জাহ্নবী কাপুর লেখেন, আমি এখনও তোমাকে সবজায়গায় খুঁজি মা, এখনও আমি যা করি, তা এই আশাতে করি যে তোমাকে গর্বিত করব। আমি যেখানেই যাই, এবং যা কিছু করি, তা তোমার সঙ্গেই শুরু এবং তোমার সঙ্গেই শেষ হয়। অভিনেতার এই পোস্টে কমেন্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সকলের মধ্যে মধ্যরাতে বনি কাপুরও কমেন্ট করেছেন। প্রয়াত স্ত্রীকে স্মরণ করে বনি লিখেছিলেন, তুমি আমাদের ছেড়ে চলে গেছো সেই পাঁচ বছর আগে। কিন্তু এখনও তোমার ভালবাসা আর স্মৃতি আমাদের আগলে রেখেছে। আর চিরদিন আমাদের সঙ্গে এভাবেই থাকবে।
উল্লেখ্য,শীঘ্রই বইয়ের পাতায় ফিরছেন বলিউডের চাঁদনি। তিনি আজ বেঁচে না থাকলেও সবার মনে বেঁচে রয়েছেন শ্রীদেবী। বুধবার প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবী-দ্য লাইফ অফ আ লেজেন্ড-এ প্রকাশিত হতে চলেছে শ্রীদেবীর বায়োগ্রাফি। ওয়েস্টল্যান্ড বুকস থেকে প্রকাশিত হবে শ্রীদেবীর এই বায়োগ্রাফি। এই বিশেষ বইটির জন্য কলম ধরেছেন গবেষক, লেখক, কলামিস্ট ধীরজ কুমার। এই বইতে অভিনেত্রীর জীবনের উত্থান-পতন সবটা তুলে ধরা হবে। অভিনেত্রীর রহস্যমৃত্য যে এখন সকলের মনে নান প্রশ্ন তৈরি করে, তার সবটাই বায়োগ্রাফিতে থাকবে। শ্রীদেবীর স্বামী তথা প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবী ছিলেন তার প্রাকৃতিক শক্তি। তার শিল্পকলা পর্দায় ভক্তদের সঙ্গে ভাগ করতে পেরে ধন্য। ধীরজ কুমার এমন একজন যাকে ও পরিবারের সদস্য বলে মনে করত। বনি কাপুর আরও জানান, আমরা ভীষণ ভাবে খুশি যে তিনি এমন একটি বই লিখছেন যা ওর অসাধারণ জীবনের জন্য উপযুক্ত। প্রকাশকদের মতে, বইটি শ্রীদেবীর একটি ৩৬০ ডিগ্রি প্রতিকৃতি এবং এটি পাঠকদের আইকনিক অভিনেত্রী সম্পর্ক পুনরায় আবিস্কার করতে সাহায্য করবে।