বলিউডের তিনি প্রথম নায়িকা যে ১ কোটি টাকা পারিশ্রমিক হাকিয়েছিলেন, চিনুন সেই অভিনেত্রীকে
বলিউড অভিনেত্রীদের পারিশ্রমিত কত তা নিয়ে বরাবরই সকলেরই থাকে আগ্রহ। কোন ছবির জন্য কত টাকা করে নিয়ে থাকেন নিয়ে থাকেন তারা, তা সকলেই জানতে চান। আজ রইল এমন একজন অভিনেত্রীর কথা, তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন।
Sayanita Chakraborty | Published : Jun 8, 2023 8:26 AM / Updated: Jun 08 2023, 02:09 PM IST
বলিউড অভিনেত্রী
বর্তমানে অভিনেত্রীর অভিনীত ছবির জন্য কয়েক কোটি করে চার্জ করেন ঠিকই। কিন্তু, এই রীতি শুরু করেছিলেন একজন অভিনেত্রী। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন। বর্তমানে তাঁর দেখানো পথে হাঁটছেন বাকি সেলেবরা।
বনি কাপুরের সঙ্গে শ্রীদেবী
নিশ্চয়ই আপনার মনে আসছে রেখা, মাধুরী, করিনা, প্রিয়াঙ্কা কিংবা দীপিকার নাম। অনেকে আবার ভাবছেন আলিয়া ভাটের নাম। বর্তমানে এরা একটি অভিনয়ের জন্য মোটা টাকা হাঁকালেও এই রীতি এরা শুরু করেননি। করেছিলেন অন্য একজন অভিনেত্রী।
পরিবারের সঙ্গে শ্রীদেবী
জানা যায়, এই অভিনীত ছবির জন্য ১ কোটি টাকা নিতের শ্রীদেবী। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন শ্রীদেবী। তিনি ছিলে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী। শুধু হিন্দি নয়। তামিল, মালায়লাম, কন্নড় থেকে শুরু করে তেলেগু ভাষায় অভিনয় করেছেন শ্রীদেবী।
শ্রীদেবী ও বনি কাপুর
১৩ অগস্ট ১৯৬৩ সালে তামিলনাড়ুতে জন্ম হয় শ্রী দেবীর। মীনামপট্টি গ্রামে জন্ম হয়েছিল তাঁর। মাত্র ৪ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। প্রায় পাঁচ দশক ধরে তিনি অভিনয় করে গিয়েছেন।
পরিবারের সঙ্গে শ্রীদেবী
১৯৭১ সালে তিনি Poombatta ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। ছবিটি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছিল। এরপর ১৯৭৬ সালে তামিল চলচ্চিত্র Moondru Mudichu ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তারপর একে একে কাজ করেছেন সিগাপুর রোজাকাল, কার্তিকা দীপন, সদমা, চালবাজ, চাঁদনি-র মতো ছবিতে।
শ্রীদেবী
তারপর মুক্তি পায় তাঁর অভিনীত লমহে, নাগিন, মিস্টার ইন্ডিয়া, লাডলা, জুদাই সহ একাধিক ছবি। শেষের দিকে তাঁকে দেখা গিয়েছিল, ইংলিশ ভিংলিশ, মম-র মতো ছবিতে। এই সকল ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরষ্কার লাভ করেছেন। এছাড়াও, তাঁর অভিনীত ছবি রয়েছে বহু।
শ্রীদেবী
তিনি কাজ করেছেন সকল হেভিওয়েট স্টারের সঙ্গে। তালিকায় কমল হাসান থেকে রজনীকান্ত তো আছেই সঙ্গে আছেন বলিউডের অনিল কাপুর থেকে সকল খ্যাত নামা স্টার। শোনা যায়, তিনি সে সময় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন। তিনি ছবি তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন।
জাহ্নবী ও শ্রীদেবী
বলিউড সুপার স্টার সলমন একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, শ্রীদেবীর সঙ্গে কাজ করার বিষয় নার্ভাস ছিলেন তিনি। কারণ তিনি অনুভব করতে শ্রীদেবীর সঙ্গে কাজ করতে গেলে তাঁকে কেউ দেখবেন না। বরং, দর্শকেরা শ্রীদেবীকেই দেখবেন। তবে, তিনি শ্রীদেবীর সঙ্গে চাঁদ কা টুকরা ও চন্দ্রমুখী ছবিতে কাজ করেন।
শ্রীদেবী
সারা জীবন দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন শ্রীদেবী। তিনি সারাজীবন পেয়েছেন বহু সম্মানও। মম (২০১৭) ছবর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। ২০১৩ সালে প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করেন।
শ্রীদেবী
এছাড়া স্মিতা প্যাটেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ওএনআর ন্যাশল অ্যাওয়ার্ডের মতো বহু সম্মান পেয়েছেন। সারা জীবন তিনি সকলের পছন্দের অভিনেত্রী ছিলেন।