অনুপ জালোটার স্ত্রী-র সঙ্গে প্রেম! পরে পালিয়ে গিয়ে বিয়ে, বলিউডের এই গায়কের নাম জানেন?

সংক্ষিপ্ত

গুরুপত্নীর সঙ্গে প্রেম! পরে পালিয়ে গিয়ে বিয়ে, বলিউডের এই গায়কের নাম জানেন?

গানের জগতের এক অসাধারণ নক্ষত্রের নাম রূপ কুমার রাঠোর। একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার ও গায়ক তিনি। অবশ্য খুব একটা প্লে ব্যাক করেননি এই গায়ক। তবে লাইভ কনসার্ট ও অ্যালবাম দিয়েই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন না। এই গায়ক মূলত পরিচিত ছিল গজল ও সুফি গানের জন্য। শ্রাবণ রাঠোর ও বিনোদ রাঠোরের ভাই রূপ কুমার। তাঁর গাওয়া কিছু জনপ্রিয় গান হল ‘অ্যায় যাতে হুয়ে লামহো..’, ‘সদে সে আতে হ্যায়..’, ‘সাঁওরে-সাঁওরে..’, ‘বরসাত কে মৌসম’ ।

বিখ্যাত ভজন গায়ক অনুপ জালোটার দলে গান গাইতেন রূপ। এখান থেকেই শুরু হয়ে যায় তাঁর প্রেমের জীবন। এই দলে কাজ করতে এসেই আলাপ হয় অনুপ জালোটার স্ত্রী সোনালী শেঠের সঙ্গে। এই আলাপই শেষ পর্যন্ত মন দেওয়া নেওয়াতে রূপান্তরিত হয়। পরে অবশ্য আর অনুপের সঙ্গে থাকতে চাননি স্ত্রী সোনালী। ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন রূপের সঙ্গে।

Latest Videos

১৯৮৯ সাল নাদাগ সেই স্বপ্নও সফল হয়। চার হাত এক হাত হয় রূপ আর সোনালীর। তবে মাঝখানের চার বছর তাঁদের সম্পর্ক নিয়ে প্রবল কানাঘুষো শোনা গেলেও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। জানা যায় এই সময় নাকি রূপের কাজও বন্ধ করে দিতে চেয়েছিলেন অনুপ। তবে সংবাদ মাধ্যমে এই কথা চিরকাল অস্বিকার করেন অনুপ জালোটা।

Share this article
click me!

Latest Videos

‘শিক্ষকদের সঙ্গে প্রতারণা চলছে মমতার নির্দেশে!’ SSC কাণ্ডে মমতাকে কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী
Pahalgam হামলার জবাব দেবে ভারত! কাশ্মীরে পৌঁছলেন সেনাপ্রধান | Indian Army Cheif | Kashmir Attack