ঐশ্বর্য থেকে কৃতি- রইল ১০ বলিউড তারকার কথা, দক্ষিণী ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন এই সকল তারকা

বলিউডে পা রাখার আগে অনেক তারকাই অন্য কোনও ফিল্মি দুনিয়ায় কাজ করে থাকেন। আজ রইল ১০ তারকার কথা। দক্ষিণী ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন এরা। দেখে নিন তালিকা।

Sayanita Chakraborty | Published : Jul 29, 2023 6:42 AM IST
110

ঐশ্বর্য রাই বচ্চন

তামিল ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন ঐশ্বর্য রাই বচ্চন। মানি রত্ননের ছবি ইরুভার দিয়ে ডেবিউ করেন ঐশ্বর্য। ১৯৯৭ সালে ডেবিউ করেছিলেন ঐশ্বর্য। তারপর বলিউড ছবিতে কাজ করেন ঐশ্বর্য।

210

অক্ষয় কুমার

কন্নড় ছবি দিয়ে ডেবিউ করেন অক্ষয় কুমার। ১৯৯৩ সালে ডেবিউ করেন অক্ষয় কুমার। তারপর বলিউডে পা রাখেন খিলাড়ি কুমার। বলিউডে একের পর এক ছবিতে অভিনয় করেন অক্ষয় কুমার। অল্প দিনেই নিজের পরিচিতি গড়েন তাঁরা।

310

ক্যাটরিনা কইফ

বলিউডে পা রাখার আগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন ক্যাটরিনা কইফ। তেলেগু ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন ক্যাটরিনা কইফ। ২০০৪ সালে ভেঙ্কাটেশের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা কইফ।

410

দীপিকা পাড়ুকোণ

কন্নড় ছবি দিয়ে ডেবিউ করেন দীপিকা পাড়ুকোণ। ২০০৬ সালে ডেবিউ করেন দীপিকা পাড়ুকোণ। দক্ষিণী ছবিতে নাম করার পর বলিউডে পা দেন। ওম শান্তি ওম ছবি দিয়ে বলিউডে পথ চলা শুরু। শাহরুখের বিপরীতে দেখা যায় তাঁকে।

510

প্রিয়াঙ্কা চোপড়া

২০০২ সালে তামিল ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। বিজয়ের বিপরীতে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর বলিউডে রাখেন নায়িকা। বর্তমানে বলিউড ছেড়ে হলিউডে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া।

610

অনিল কাপুর

তেলেগু ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন অনিল কাপুর। ১৯৮০ দশকে বলিউডে ডেবিউ করেন তিনি। তারপর বলিউডে পা রাখেন অনিল কাপুর।

710

কৃতি শ্যানন

এই তালিকায় আছেন কৃতি শ্যানন। ২০১৪ সালে ডেবিউ করেন কৃতি শ্যানন। মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেন কৃতি শ্যানন। তেলেগু ছবি দিয়ে অভিনয় শুরু কৃতি শ্যানন। এরপর বলিউডে পা রাখেন নায়িকা।

810

ইয়ামি গৌতম

২০০৯ সালে অভিনয় জগতে পা রাখা ইয়ামি গৌতমের। কন্নড় ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন ইয়ামি গৌতম। তার পর বলিউডে পথ চলা শুরু। তাঁর বাবা বাবা একজন পঞ্জাবি পরিচালক।

910

আর মাধবন

তালিকায় আছেন আর মাধবনও। তিনি দক্ষিণী ছবি দিয়ে ডেবিউ করেন। তাঁর ডেবিউ মুভি আনবি শিভম। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করার পর বলিউডে পা রাখেন নায়ক। একাধিক হিট বলিউড ছবিতে কাজ করেছেন আর মাধবন।

1010

তাপসী পান্নু

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা নায়িকার তালিকায় ছিলেন তাপসী পান্নু। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করার পর বলিউডে পা রাখেন নায়িকা। বলিউড ছবি পিঙ্ক-এ প্রথন দেখা যায় তাঁকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos