এই চার নায়িকা বিনিয়োগ করেছেন বিউটি ব্র্যান্ডে, দেখে নিন কে কে আছেন তালিকায়

রইল চার নায়িকার কথা। এই চার নায়িকা বিনিয়োগ করেছেন বিউটি ব্র্যান্ডে, দেখে নিন কে কে আছেন।

অভিনেত্রীদের রূপে মুগ্ধ তাঁদের সকল ভক্ত। তাদের মতো রূপ কে না চান। সে কারণে তাদের বিউটি সিক্রেট জানতে আগ্রহী থাকেন সকলে। তেমনই নায়িকারাও নিজেদের রূপচর্চা নিয়ে সব সময় থাকেন ব্যস্ত। বিভিন্ন প্রসাধনীর ওপর আগ্রহও থাকে বিস্তর। সে কারণে অনেকে বিনিয়োগ করেছেন বিউটি ব্র্যান্ডে। আবার কেউ কেউ বিউটি কোম্পানি খুলে বসেন। আজ রইল চার নায়িকার কথা। এই চার নায়িকা বিনিয়োগ করেছেন বিউটি ব্র্যান্ডে, দেখে নিন কে কে আছেন।

প্রিয়াঙ্কা চোপড়া- তালিকার শীর্ষে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া নিজের হেয়ার কেয়ার ব্যান্ড শুরু করেন। এমনিতেও তার চুলের ঘনত্ব সকলের নজর কাড়ে। তিনি সব সময়ই হেয়ার কাট নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। আর নিজের চুলের যত্নে অবশ্যই বিশেষ কিছু করে থাকেন। সে যাই হোক, বর্তমানে তাঁর নিজস্ব হেয়ার কেয়ার ব্যান্ড আছে।

Latest Videos

দীপিকা পাড়ুকোণ- অনেকেই বলে থাকেন, নিজের সম্পত্তির পরিমাণ কীভাবে বাড়ানো যায় সে প্রসঙ্গে দীপিকা ওস্তাদ। তিনি নিজের সম্পত্তি বৃদ্ধিতে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন। তেমনই স্কিন কেয়ার ব্যান্ড শুরু করেন দীপিকা পাড়ুকোণ।

ক্যাটরিনা কইফ- তালিকায় আছেন ক্যাটরিনা কইফ। ক্যাটের রূপের ছটা সকলকেই মুগ্ধ করে। তিনি বলিউডের সকল সুন্দরী নায়িকাকে টেক্কা দিতে পারেন। জানা দিয়েছে, বিউটি প্রোডাক্টের বিজনেসে বেশ আগ্রহী তিনি। নিজস্ব মেকআপ ব্যান্ড আছে ক্যাটরিনা কইফ।

সোনাক্ষী সিনহা- বাকি এই তিন নায়িকার মতো সোনাক্ষী সিনহাও বিনিয়োগ করেছেন এই সেক্টরে। তবে, স্কিন বা চুল নয় বরং নেইল কেয়ার বিজনেস শুরু করেছেন নায়িকা। এই সেক্টরে বেশ নাম করেছেন সোনাক্ষীর পণ্য।

সে যাই হোক, অভিনয়ের পাশাপাশি এই চার নায়িকা খুলেছেন নিজেদের বিউটি ব্র্যান্ড। তারা নিজেরা যেমন সুন্দর হতে চান। তেমনই তাঁর সকল ভক্তের রূপের দিকেও খেয়াল রাখেন এরা। সে কারণেই বিনিয়োগ করেছেন এই সেক্টরে। তেমনই প্রায়শই ভাইরাল হয় তাদের বিউটি সিক্রেট। নিজের রূপ ধরে রাখতে এরা একদিকে যেমন বিভিন্ন পণ্যের ওপর ভরসা করেন। তেমনই অনেকে ভরসা করেন ঘরোয়া টোটকার ওপর। সে কারণে প্রায়শই খবরে আসে নায়িকাদের বিউটি সিক্রেট। আপনিও আপনার পছন্দের নায়িকার মতো রূপ পেতে চাইলে মেনে চলতে পারেন তাদের সেই সিক্রেট অথবা ভরসা করে দেখতে পারেন এই সকল পণ্যের ওপর। 

 

আরও পড়ুন

Raja-Madhubani: সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিচ্ছদের জল্পনা, রাজার রহস্যময় পোস্ট নজর কাড়ল সকলের

Alia Bhat: রইল আলিয়া অভিনীত ১০টি ছবি, যেখানে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন নায়িকা

Sampurna Lahiri: ডিপ ভি নেক সুইমিং স্যুটে উঁকি মারছে ক্লিভেজ, সম্পূর্ণার হট ছবিতে কুপোকাত ভক্তরা

Share this article
click me!

Latest Videos

'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari
সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
রাতের অন্ধকারে পুলিশের চরম তাণ্ডব! রক্ষকই মহিলার সঙ্গে এইরকম করবে ভাবেনি কেউ | North 24 Parganas
'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral