একদম অন্য মেজাজে ক্যামেরাবন্দি উরফি যাদব। ঘুরে বেড়ালেন জুহুর বাজারে।
210
গায়েব উদভট পোশাক
তাঁকে উদ্ভট পোশাকে দেখা যায়নি। সাধারণ চুড়িদার পরে ছিলেন অভিনেত্রী। তবে কখনও টপ ছেড়ে অফশোল্ডার পোশাকেও দেখা গেল
310
রসনায় তৃপ্ত উরফি
জুহুর বাজার ঘুরে একাধিক খাবারের স্বাদ নিলেন। কোনওটাতে না নেই অভিনেত্রীর।
410
আবদার মেটালেন
উরফিকে দেখতে পেরেই ভিড় জমে যায় ক্যামেরাম্যান আর অনুগামীদের। কিন্তু অভিনেত্রী হাসি মুখে সকলেরই আবদার মেটান।
510
বাজার ভ্রমণ
স্টারডাম ছেড়ে ঘুরে বেড়ালেন বাজারে। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।মাঝে মাঝে ভিড় সামলে দেন উরফি।
610
খাবারের থালা হাতে উরফি
খাবের থালা হাতে নিয়ে ক্যামেরায় পোজ দিলেন অভিনেত্রী। তিনি খাবারও চেখে দেখেন। ডায়েটভুলে সব খাবারই খান।
710
মোমোর দোকানের সামনে
একটি মোমোর দোকানের সামনে ফোটো শ্যুট করেন তিনি। রাস্তায় নেমে পাশের বাড়ির মেয়ের মত ছিল তাঁর আচরণ।
810
উরফি জাভেদ
বিতর্কের আরও একটি নাম উরফি। তিনি তাঁর উদ্ভট পোশাকের জন্য সোশ্যাল মিডিয়া যথেষ্ট জনপ্রিয়। মাঝে মধ্যে ট্রোলেরও শিকার হন তিনি।
910
সিরিয়াল অভিনেত্রী
বলিউডে আত্মপ্রকাশ সিরিয়াল অভিনেত্রী হিসেবে। বিতর্ক সঙ্গে নিয়েই তিনি জনপ্রিয়।
1010
আকাশ ছোঁয়া সাফল্য
মাত্র ২৫ বছরেই কোটি কোটি টাকার মালিক উরফি। দামি গাড়ি নিজের বিলাসবহুল বাংলো সবই পেয়েছেন তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।